Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা
৩-৪ জন
  1. গরুর পা – ২ টি (পছন্দমত টুকরা করে কটা)
  2. ২ টেবিল চামচ তেল
  3. ১কাপ পিয়াজ (মোটা করে কাটা)
  4. দেড় টেবিল চামচ আদা বাটা
  5. ১ টেবিল চামচ রসুন বাটা
  6. ১ টেবিল চামচ হলুদ গুড়া
  7. ১টেবিল চামচ মরিচ গুড়া
  8. ১ চা চামুচ ধনিয়ার গুড়া
  9. ১ চা চামচ জিরার গুড়া
  10. ৫-৬ টি ছোট এলাচ
  11. ৪-৫ টি লবঙ্গ
  12. ২ টুকরা দারুচিনি
  13. ২ টি তেজপাতা
  14. স্বাদ মতো লবন
  15. ১টেবিল চামচ আটা
  16. বাগারের উপকরণ
  17. ১/৪ কাপ তেল-
  18. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  19. ১টেবিল চামচ রসুন কুচি
  20. শুকনা মরিচ- ৪/৫টি

রান্নার নির্দেশ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পিয়াজ কুচি হালকা বাদামি রং করে ভেজে, আদা পিয়াজ ও রসুন বাটা দিয়ে ২ মিনিট ভেজে নিবো ।এবার গরম মশলা ও গুরা মশলা গুলো দিয়ে দিবো ।

  2. 2

    মশলা ২ মিনিট কষিয়ে পায়া গুলো দিয়ে দিবো। পায়া গুলো ডুবো করে পানি দিয়ে দিবো।প্রেশার কুকারে ৪৫-৫০ মিনিট রান্না করব(মাংস বিনা প্রেশার কুকারে রান্নার করলে ৪-৫ ঘন্টা অল্প আঁচে রান্না করব)

  3. 3

    মাংস রান্না হয়ে এলে ১ কাপ পানিতে ১ টেবিল-চামচ আটা গুলিয়ে নিহারিতে দেওয়ার সাথে সাথে দ্রুত মিলিয়ে দিবো ।

  4. 4

    কড়াইয়ে তেল দিয়ে পিয়াজ হালকা বাদামি রং করে ভেজে রসুন কুচি ও মরিচ গুলো দিয়ে দিবো ।২ মিনিট ভেজে নিহারিতে দিয়ে দিবো। এবার ডেকে ৫ মিনিট রান্না করে গরম গরম পরিবেশন করব।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suraya Akhter Runi
Suraya Akhter Runi @suru645789765a
বাংলাদেশ

মন্তব্যগুলি

Similar Recipes