পোয়া-বেগুনের তরকারী।

Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

#independence

গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'প' বেঁছে নিয়েছি।

পোয়া-বেগুনের তরকারী।

#independence

গর্বিত বাঙালি কনটেস্টে আমি এবারের বর্ণমালা 'প' বেঁছে নিয়েছি।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট।
৪ জনের জন্যে।
  1. ২ টি পোয়া মাছ।
  2. ৪ টি-লম্বা বেগুন।
  3. 1/2চা চামচহলুদগুড়া।
  4. ১ চা চামচমরিচগুড়া।
  5. স্বাদমতোলবণ।
  6. 1/2চা চামচ-ধনেগুড়া।
  7. ১ টেবিল চামচপেয়াজকুচি।
  8. ১ টি টমেটো।
  9. ১ টেবিল চামচসয়াবিন তেল।
  10. ৩/৪টিকাচামরিচ‌।
  11. সামান্যপরিমাণ ধনেপাতা কুচি।

রান্নার নির্দেশ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে কেটে নিতে হবে।বেগুন ধুয়ে কেটে নিতে হবে।

  2. 2

    রান্নার হাড়ি চুলায় বসিয়ে এতে তেল দিতে হবে।এরপর পেয়াজ কুচি দিতে হবে।পেয়াজকুচি ভেজে নরম হয়ে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে কষাতে হবে।

  3. 3

    এরপর আধা কাপ পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।মশলা কষে আসলে এতে পোয়া মাছ দিয়ে দিতে হবে।এরপর মাছ পাঁচ মিনিট কষিয়ে তুলে রাখতে হবে।এরপর মশলায় দুকাপ পানি দিতে হবে।

  4. 4

    মশলায় বলক আসলে বেগুন ও টমেটো দিতে হবে।এরপর ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।।১০ মিনিট পর বেগুন ও টমেটো সিদ্ধ হয়ে গেলে এতে তুলে রাখা মাছ দিয়ে দিতে হবে।এরপর পাঁচ মিনিট জ্বাল দিতে হবে।

  5. 5

    এরপর এতে কাচামরিচ চিরে দিয়ে ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।ব‍্যাস পোয়া-বেগুনের তরকারি তৈরী।ধন্যবাদ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

মন্তব্যগুলি

Similar Recipes