লাউ তরকারি

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

লাউ তরকারি

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 1 টিকচি লাউ.
  2. গুরা মাছ পছন্দমত
  3. 1 টিপেয়াজ কুচি
  4. 1/4 চা চামচরসুন বাটা
  5. 1/2 চা চামচহলুদ গুরা
  6. 1/4 চা চামচমরিচ গুরা
  7. 1/4 চা চামচজিরা ও ধনেগুরা
  8. লবণ
  9. কাচামরিচ
  10. ধনেপাতা কুচি
  11. 2 চা চামচতেল
  12. পরিমানমত পানি

রান্নার নির্দেশ

  1. 1

    লাউ ধুয়ে খোসা ফেলে টুকরো করে নিব,আমি বেশি মোটা করে টুকরো করি নি,,,সাথে গাজর পাতলা করে কেটে দিলে আরো ভাল লাগে

  2. 2

    চুলায় পেন বসিয়ে তেল দিব পেয়াজ দিয়ে ভেজে নিব,মাছ ও মসলা দিয়ে নেরেচেরে কষিয়ে নিব,আধা কাপ এর মত পানি দিব,লবণ দিয়ে সিদ্ধ করে নিব মাছগুলো

  3. 3

    এবার লাউগুলো দিয়ে ঢেকে দিব,,,কিছুক্ষন ভাপ আসলে লাউ মিশে পানি উঠতে শুরু করলে তাতে কিছুক্ষন কষিয়ে পরিমাননত পানি,লবণ,কাচামরিচ দিয়ে নেরেদিয়ে ঢেকে রান্না করব

  4. 4

    সিদ্ধ হলে ধনেপাতা কুচি দিয়ে নামাব।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes