ইলিশের ডিম ভুনা। Hilsha Egg Curry!

C Naseem A
C Naseem A @cook_26638784

সব মাছের ডিমের মধ‍্যে ইলিশের ডিম হচ্ছে স্বাদে সেরা! এটা সাধারণ রান্না কিন্তু খেতে দারুন ভাত বা খিচুড়ির সাথে!

ইলিশের ডিম ভুনা। Hilsha Egg Curry!

সব মাছের ডিমের মধ‍্যে ইলিশের ডিম হচ্ছে স্বাদে সেরা! এটা সাধারণ রান্না কিন্তু খেতে দারুন ভাত বা খিচুড়ির সাথে!

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩৫ মিনিট।
৬-৮ জন
  1. ২ জোড়াইলিশের ডিম-
  2. ১ কাপপেঁয়াজ কুচি-
  3. দেড় চামচ করেআদা ও রশুন পেস্ট -
  4. দেড় চা চামচ মরিচ গুড়া।
  5. ১+১/২ চা চাহলুদগুঁড়া -
  6. 2 চা চাধনেগুঁড়া -
  7. ১ চা চাজিরা গুড়া-
  8. ১চা চাভাজা জিরা গুড়া-
  9. ১/২ কাপধনেপাতা কুচি-
  10. ১টে চা+৪/৫ টাকাঁচা মরিচ কুচি -
  11. আধা কাপতেল-
  12. লবন- স্বাদমত।
  13. পানি- প্রয়োজন মত।

রান্নার নির্দেশ

৩৫ মিনিট।
  1. 1

    প্রথমে ইলিশ মাছের ডিম গুলোতে একটু হলুদ লবন মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে নিন। তারপর আপনার পছন্দ মত সাইজে কেটে নিন। আমি এক পিস কাটিনি ছবি তোলার জন‍্য।

  2. 2

    এবার একটা কড়াইয়ে বাকী তেল দিয়ে চুলায় বসান। গরম হলে কিছু পেঁয়াজ দিন। কিছুক্ষণ নেড়ে আদা রশুন দিয়ে কষান। অল্প পানি দিন ও সব গুড়া মশলা দিন(ভাজা জিরা ছাড়া)। মশলা একটু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। যখন তেল ভেসে উঠবে তখন ডিমের টুকরো গুলো ও লবন দিয়ে দিন।

  3. 3

    ডিমগুলো কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। পাঁচ মিনিট পরে আবার কষান ও আধা কাপ পানি দিয়ে কিছু কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে ঢেকে দিন। ৫/৭ মিনিট পরে ঢাকনা খুলে বাকী সব পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে দিন। এখন ঢাকনা খোলা অবস্থায় ই মাঝে মাঝে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে যখন ভুনা ভুনা হয়ে আসবে ও তেল ভাসবে তখন বাকী সব কাঁচা মরিচ, ধনেপাতা কুচি ও আস্ত মরিচ দিয়ে নেড়ে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম ভাতের সাথে সুস্বাদু ইলিশের ডিম ভুনা!

  4. 4
  5. 5
Edit recipe
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

মন্তব্যগুলি

Similar Recipes