গরুর মাংসের কালা ভুনা(Beef Kala Bhuna)।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালা ভুনা। কোরবানির মাংস দিয়ে আমি চেষ্টা করেছি কালা ভুনা বানাতে। বেশ সময় সাপেক্ষ আর বেশ ধৈর্যের দরকার।
গরুর মাংসের কালা ভুনা(Beef Kala Bhuna)।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালা ভুনা। কোরবানির মাংস দিয়ে আমি চেষ্টা করেছি কালা ভুনা বানাতে। বেশ সময় সাপেক্ষ আর বেশ ধৈর্যের দরকার।
রান্নার নির্দেশ
- 1
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে মাংস নিয়ে এতে আদা ও রসুন কুচি ছাড়া পেঁয়াজ কুচি ও বেরেস্তা, সব গোটা মশলা, বাটা মশলা, গরম মশলা ও কালা ভুনার গুড়া ছাড়া সব গুড়া মশলা, দই, লবণ ও তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এক ঘন্টা ম্যারিনেট হতে রেখে দিন।
- 2
একঘণ্টা পরে আবার হাত দিয়ে মাখিয়ে চুলায় হাই হীটে বসান ও ঢেকে দশ মিনিট জ্বাল দিন। দশ মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে দিন। হীট মিডিয়াম করে আবার ঢেকে দিন। কিছুক্ষণ পরপর নাড়ুন। আস্তে আস্তে মাংস থেকে পানি বের হবে। এই পানিতেই মাংস সিদ্ধ হবে। মাঝে মাঝেই নাড়তে হবে যাতে তলায় না লাগে। এভাবে ঘন্টা খানেক পরে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসবে ও পানি শুকিয়ে যাবে তখন আধা কাপ করে গরম পানি দিয়ে দিয়ে কষাতে হবে।
- 3
এভাবে ছয় সাতবার পানি দিয়ে কষাতে হবে যাতে মাংস নরম হয় ও কালচে রং ধরে। মাঝে একবার অর্ধেক কালা ভুনার মশলা দিয়ে দেবেন। খেয়াল রাখতে হবে যেন তলায় পুড়ে না যায়।যখন মশলা গায়ে মাখা মাখা হবে তখন বাগার দিতে হবে।
- 4
বাগারের জন্য আরেকটি কড়াইয়ে ১/৩ কাপ সরষের তেল দিন। তেল গরম হয়ে গেলে রসুন কুচি দিন। লালচে হলে আদা কুচি দিন। দু মিনিট ভেজে টুকরো পেঁয়াজ গুলো দিন ও ভাজুন। শুকনো মরিচ দিন। পাঁচ ছয় মিনিট ভেজে মাংসের উপর ঢেলে সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিন। পাঁচ মিনিট পর খুলে ভালো করে নেড়ে দিন। এই ভাবে নাড়তে থাকুন আরও আধা ঘন্টার মত যাতে মাংস ভাজা ভাজা হয় ও কালচে রং ধরে। বাকী কালা ভুনা ও গরম মশলার গুড়া দিয়ে দিন।
- 5
এভাবে ধীমা আঁচে আরও আধা ঘন্টা রাখুন, মাঝে মাঝে নেড়ে দিন।
- 6
- 7
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
গরুর মাংসের কালা ভুনা
প্রথম বার কালা ভুনা করেছি,খুব মজার ছিল,,,আমি মাংসআলু দিয়ে রান্না করে সেটাকে কালা ভুনা মসলা দিয়ে সহজেই প্রসেস করেছি। Asma Akter Tuli -
খাসির মাংস দিয়ে কালা ভুনা ও ভুনা খিচুরি
#FoodDiaries এ আমি দুপুরের মেনুতে খাসির মাংসের কালা ভুনা ও সাথে অসাধারন স্বাধেের ঝরঝরে ভুনা খিচুরি যা আমার পছন্দের খাবার Asma Akter Tuli -
কালা ভুনা
বিয়ে বাড়ির সাদা পোলাও দিয়ে হোক অথবা সাদা ভাত দিয়ে, এই গোশত ভুনা জমে যায় সবকিছুর সাথেই। Ummay Salma -
মটরশুঁটি ও ক্যাপসিকাম দিয়ে পাবদা মাছের ঝোল।
পাবদা মাছ খুব সুস্বাদু মাছ। দেখতে যেমন সুন্দর তেমনি রান্না করাও সহজ। ঝোল রান্না করলেই পাবদা মাছ খেতে ভালো লাগে। আজ আমি এই ঝোলে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি দুটো অতিরিক্ত উপকরন মিশিয়ে - মটরশুঁটি ও ক্যাপসিকাম। পরিবেশন করছি- Pabda curry with green peas and capsicum! C Naseem A -
-
সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। Beef curry with Shatkora
নানা অন্চলের নানা রান্না চ্যালেন্জে আমি নিয়ে এসেছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী রান্না সাতকরা দিয়ে গরুর মাংসের তরকারী। যেহেতু এই মুহূর্তে হাতে ফ্রেশ সাতকরা নেই তাই আমি ফ্রোজেন সাতকরা দিয়ে রান্না করেছি। সুগন্ধ টা একটু কম হলেও খেতে দারুন হয়েছে! C Naseem A -
বীফ কাচ্চি বিরিয়ানী।
কাচ্চি বিরিয়ানী হচ্ছে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানী রান্না করা। সাধারণত খাসীর মাংস দিয়ে ই এই বিরিয়ানী রান্না করা হয়। তবে গরুর মাংস দিয়েও ভালো ই বিরিয়ানী হয়। C Naseem A -
Beef Cake
গরুর মাংস তো আমরা নানাভাবে ই খাই। আর কীমা দিয়ে আমরা মুখরোচক কাবাব, সমুসা ইত্যাদি তৈরী করি। সেই রকমই মুখরোচক একটি খাবার এই বীফ কেক যা নাস্তা হিসেবে খুবই উপাদেয় আবার পোলাও বা পরোটার সাথেও ভালো লাগে।#বছরের প্রথম রেসিপি C Naseem A -
আচারি ডিম ভুনা(Egg curry with pickles)
ডিম ভুনা সবার ই একটি প্রিয় খাবার। আবার বাসায় মাছ মাংস কিছু না থাকলে ডিমই ভরসা! তবে গতানুগতিক ভাবে না রেঁধে একটু পরিবর্তন করলে এটার স্বাদ আরও বেড়ে যায়। তাই আমি আজকে রেঁধেছি একটু আচার মিশিয়ে ডিম ভুনা। C Naseem A -
-
ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের মসলা
#happyবাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করার জন্য এই মসলার রেসিপি টি আজ সেয়ার করবো। অনেকেই বলেন রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ীর মতো মেজবানি গরুর মাংস ঘরে হয়না।তবে আমার এই রেসিপি টি ট্রাই করে মসলা টি তৈরি করে ফেলুন ঝটপট এবং মেজবানি গরুর মাংসের আসল পারফেক্ট স্বাদ নিন এই কুরবানীর ঈদে। ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
বাদামী ডিম ভুনা
চটজলদি রান্নার জন্য ডিমের জুড়ি নেই। ডিম দিয়ে যে কোন কিছুই খুব তাড়াতাড়ি রান্না করা যায়। যেহেতু পাঁচটা উপকরণের বেশী ব্যবহার করা যাবেনা আর মেহমানকে খাওয়াতে হবে তাই আমি তৈরী করেছি বাদামী ডিম ভুনা যেটা অনেকটা কোরমার স্বাদ এনে দেবে!# ঝটপট C Naseem A -
ডালদিয়ে ঢেঢ়শ(Ochra with lentils)।
ঢেঢ়শ সাধারণত আমরা ভাজি করে খাই। আজকে আমি মসুর ডালের চচ্চড়ির সাথে কচি ঢেঢ়শ দিয়ে একটি সুস্বাদু নিরামিশ তরকারী তৈরী করেছি যা গরম ভাতের সাথে খেতে খুব।আলো লাগে। C Naseem A -
গরুর মাংসের সুটকি ভুনা
আমার খুবই পছন্দের,,,ছোটবেলায় যখন কোরবানির গোসত আম্মা এভাবে রান্না করতে পাশের রুম থেকে কি যে সুগন্ধ বের হতো,খুবই মনে পরে সেই স্বাধ,,আজ অনেকবছর পরে সেই স্বাধ ও সুগন্ধি ভেসে উঠল। Asma Akter Tuli -
ইলিশের ডিম ভুনা। Hilsha Egg Curry!
সব মাছের ডিমের মধ্যে ইলিশের ডিম হচ্ছে স্বাদে সেরা! এটা সাধারণ রান্না কিন্তু খেতে দারুন ভাত বা খিচুড়ির সাথে! C Naseem A -
রুবি রুই। Ruby Rahu
মাস্টার শেফ অস্ট্রলিয়াতে কিশোয়ার চৌধুরীর একটা ডিশ ছিল রুবি চিকেন। ডিশটা আমার দেখে খুব ভালো লেগেছিল। রেসিপি টা পাইনি তবে অন্য একটা রেসিপি দেখেছি। সেটা দেখে মোটামুটি আইডিয়া করে আমি নিজের মত করে রুই মাছ দিয়ে এই ডিশটা করেছি। প্রথমবার করেছিতো তাই অত পারফেক্ট হয়নি, ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর করে করতে পারব। তবে খেতে বেশ ভালো লেগেছে।#Happy C Naseem A -
-
-
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রেসিপি টি আজ সেয়ার করবো। অসাধারণ স্বাদের এই রান্না,যুগ যুগ ধরে চট্টগ্ৰাম জেলার ঐতিহ্য বহন করে আসছে। এই খাবার সবাই খুব পছন্দ করে,চালের রুটি,পরোটা বা সাদা ভাত দিয়েই এটি বেশি খাওয়া হয়। Tasnuva lslam Tithi -
-
কোরবানির গরুর মাংস ভুনা
কোরবনির গোসত হাড় সহ ও সিনার মাংস ,চর্বি সব একসাথে মিশিয়ে রান্না করলে সেটা টেস্টি হয় বেশি। Asma Akter Tuli -
-
পাউরুটির সমুসা। Bread Samusa
সমুসা বানাতে এক ধরনের পাতলা রুটি লাগে যেটা করা একটু সময় সাপেক্ষ। সেই ঝামেলায় না গিয়ে আমি সহজ পন্হায় পাউরুটি দিয়ে তৈরী করেছি সমুসা যেটা ঝটপট করা যায় আর খেতেও সুস্বাদু!#Happy C Naseem A -
-
গরুর মাংসের কোরমা
"গল্প বলার"বাবা যখন কোয়েত থেকে দেশে এসে নরসিংদী তে ব্যবসা দেয় তখন গ্রাম থেকে আম্মাকে নিয়ে আসে বাসা ভাড়া করে তখন আমার আরাই বছর,,,আমার ছোট বোনের 1 বছর,,,,আব্বা মাঝে মাঝে রেস্তুরেন্ট এ নিয়ে খাওয়াতো ,,তখন সবাই হোটেল বলত,,,আমার বোন এর যখন কথা বলতে শিখে ,,,ওই অনেক বড় হয়েও র কে ল উচ্চারন করত আরো কিছু ভুল বলত,,একদিন পোলাও ও গুরুর কোরমা দিয়ে খেতে বসেছিল,,,ছোট বোন খাবার মাঝেই নাচা শুরু করে ছিল "হিটারের খাবার খুব মজা,হিটারের খাবার খুব মজা🤣"তখন থেকে আম্মা আব্বা সবসময় মজা করত এটা নিয়ে,,,আসতে আসতে সবার মুখে ওঠে গেল এই মজা,,,আমি ও কোনকিছু নিয়ে ঝগরা হলেই বলতাম আর ওই কি রাগ হতো🤣মিস করি দিনগুলো। Asma Akter Tuli -
-
-
আলু দিয়ে গরুর কলিজা ভুনা
আমার খুবই পছন্দের কলিজা,সাথে যদি আলু দিয়ে হয় আরো বেশি ভাল লাগে। Asma Akter Tuli -
-
ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী।
মীট ম্যানিয়া২ তে আমি পরিবেশন করছি মুরগী দিয়ে একটি সুস্বাদু কারী -ক্যাপসিকাম ও কাজুবাদাম দিয়ে মশলাদার মুরগী বা Spicy chicken with capsicum and cashewnut. C Naseem A
More Recipes
মন্তব্যগুলি (3)