কুমড়ো ফুলের বড়া। Crispy Pumpkin flowers fry or fritters

C Naseem A
C Naseem A @cook_26638784

গ্রামে এসেছি, দেখলাম সবুজ লতায় লতায় কমলা রঙের কুমড়ো ফুলের বাহার! তাই ঝটপট কয়েকটা তুলে বানিয়ে নিলাম কিছু বড়া।

কুমড়ো ফুলের বড়া। Crispy Pumpkin flowers fry or fritters

গ্রামে এসেছি, দেখলাম সবুজ লতায় লতায় কমলা রঙের কুমড়ো ফুলের বাহার! তাই ঝটপট কয়েকটা তুলে বানিয়ে নিলাম কিছু বড়া।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

আধা ঘন্টা।
৭/৮ জন।
  1. ১৫-২০টিকুমড়ো ফুল-
  2. ৩ টে চাচালের গুড়া-
  3. ২ টে চাবেসন-
  4. ২ টাডিম-
  5. ১ চা চামরিচ গুড়া-
  6. ১/২ চা চাহলুদ গুড়া-
  7. ১ চা চা করেআদা রশুন পেস্ট-
  8. লবণ -প্রয়োজন মত।
  9. পানি -প্রয়োজন মত।
  10. তেল-ভাজার জন‍্য।

রান্নার নির্দেশ

আধা ঘন্টা।
  1. 1

    প্রথমে ফুলের বৃতি ও ভেতরের রেনুর দন্ডটা খুলে নিন। তার পর ভালো করে ধুয়ে নিন। পানি ঝরিয়ে নিন।

  2. 2

    একটি বাটিতে তেল ও পানি ছাড়া সব উপকরন একসাথে নিয়ে ভালো করে কাঁটাচামচ বা হুইস্ক দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে ঘন গোলা তৈরী করুন। লবণ চেখে নিন।

  3. 3

    একটি কড়াইয়ে ডুবো তেলে ভাজার জন‍্য তেল গরম করুন।। এবার গোলাতে কুমড়ো ফুল ডুবিয়ে গরম তেলে ছেড়ে মাঝারি আঁচে ভাজুন। একপাশ হয়েগেলে আরেকপাশ উল্টিয়ে দিন। ইচ্ছে করলে একটা ফুলের ভিতর আরো একটা বা দুটো ফুল ঢুকিয়ে ভাজতে পারেন। আমি দুটো একসাথে ভেজেছি। তৈরী হয়ে গেল খাঁটি দেশীয় খাবার সুস্বাদু মুচমুচে ফুল ভাজা যা স্ন‍্যাকস হিসেবে বা গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন!

Edit recipe
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

মন্তব্যগুলি

Similar Recipes