দই ফুচকা(doi fuchka recipe in Bengali)

Tarnistha Choudhury Chakraborty
Tarnistha Choudhury Chakraborty @cook_19984785
Bangalore

#পরিবারের প্রিয় রেসিপি
#goldenapron3

দই ফুচকা(doi fuchka recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি
#goldenapron3

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

3 সারভিংসজনের জন্য
  1. ফুচকা (বাড়িতে তৈরি)
  2. 2টি বড় , সিদ্ধ এবং খোসা ছাড়ানো আলু
  3. 1 কাপসিদ্ধ হলুদ মটর (মোটর) এবং (ছোলা)
  4. ১-২ টা সেদ্ধ কাচা লঙ্কা
  5. স্বাদমতোকাচা লঙ্কা কুচি কাটা
  6. ১-২মুঠো ধনিয়া পাতা, কাটা
  7. ভাজা মশলা
  8. ১ টেবিল চামচজিরা
  9. ১চা চামচজোয়ান
  10. ,২ টেবিল চামচ ধনিয়া বীজ
  11. ২ টি শুকনো লঙ্কা
  12. ২ টেবিল চামচ চাট মসলা
  13. 3চা চামচলেবুর রস
  14. স্বাদমতোলবণ এবং চিনি
  15. ১/২ কাপ দই
  16. স্বাদমতোতেতুল গোলা জল
  17. ১/৪কাপ মিষ্টি তেঁতুলের চাটনি
  18. ১ মুঠোঝুরি ভাজা

রান্নার নির্দেশ

  1. 1

    ঘরের তৈরি ফুচকা আমি নিয়েছি।
    প্রথমে সম পরিমাণে ময়দা ও সুজি,নুন,বেকিং সোডা ও জল দিয়ে মেখে ৩০মিনিট রাখতে হবে ভেজা কাপড় ঢাকা দিয়ে।
    তার পর বড় রুটির মতো বেলে ছোট ছোট লুচির থেকে ও ছোট সেপে কেটে নিয়ে ছাকা তেলে ভাজতে হবে।তবে তৈরি ফুচকা।

  2. 2

    এইবার দই ফুচকা বানাতে প্রথমে তেতুলের চাটনি টা বানিয়ে নিতে হবে।তেতুঁলের চাটনি এর জন্য
    প্রথমে তেতুঁলের ক্বাথ করে নিতে হবে।একটা প‍্যানে তেলে পাঁচ ফোড়ন দিয়ে তাতে তেতুঁলের ক্বাথ,নুন - চিনি দিয়ে ঘন করলেই তৈরী তেতুঁলের চাটনি।

  3. 3

    এইবার ভাজা মশলা -
    শুকনো খোলায় জিরা, ধনে,জোয়ান এবং শুকনো লঙ্কা একটি প্যানে অল্প আঁচে 2-3 মিনিট রেখে দিন।
    তারপরে এগুলিকে অল্প মিহি গুঁড়ো করে নিন। একে ভাজা মোশলা তৈরি। এটি কলকাতার স্টাইল ফুচকার জন্য আবশ্যক।

  4. 4

    ফুচকা পুরের জন্য আলুর স্টাফিং-
    একটি পাত্রে সিদ্ধ ও হালকা মাখানো আলু, সিদ্ধ মটর এবংছোলা, সেদ্ধ,কাচা লঙ্কা সেদ্ধ,কাচা লঙ্কা কুচি কিছু কাটা পেঁয়াজ(ইচ্ছে হলে দেবেন আমি দিই না), নুন, ভাজা মশলা, চাট মশলা, ধনেপাতা এবং একটু তেতুল গোলা জল, লেবুর রস দিয়ে দিন। আপনার হাতের সাথে সবকিছু ভালভাবে মিশ্রিত করুন এবং সিজনিং পরীক্ষা করুন।

  5. 5

    দইয়ের মিশ্রণ –

  6. 6

    দইটি ভালভাবে বিট করুন, তারপরে কিছু নুন, ২ চা চামচ চিনি এবং1 চামচ ভাজা মশলা,দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  7. 7

    এবার ফুচকার মাঝখানে গর্ত তৈরি করুন।
    মশলাদার আলু ভর্তি দিয়ে এগুলি পূরণ করুন, তারপর কাটা কাঁচা পেঁয়াজ(ইচ্ছে হলে আমি দিই না) এবং কাচা লঙ্কা ও মিহি করে কাটা ধনেপাতা যোগ করুন।
    এরপরে আরও কিছু সিদ্ধ মটর এবং কালো ছোলা যুক্ত করুন।
    তারপরে আরও কিছু ভাজা মশলা ও চাট মশলা ছিটিয়ে দিন।
    এর পরে, প্রতিটি ফুচকাতে 1-2 টেবিল চামচ দইয়ের মিশ্রণ দিন।
    তারপরে প্রতিটির মধ্যে ১ চা চামচ মিষ্টি তেঁতুলের চাটনি দিন।
    সবশেষে কিছু ঝুড়ি ভাজা ছিটিয়ে রেখে দিন এবং পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Tarnistha Choudhury Chakraborty
Bangalore

Similar Recipes