এগ চিলি (Egg Chili Recipe in Bengali)

Sangita Saha
Sangita Saha @cook_24336179
Kolkata

#ebook২ #জামাইষষ্ঠী
জামাইষষ্ঠীর দিন মেয়ে জামাইকে ডিনারে খুব সহজেই রান্না করে দিতে পারেন এই রেসিপি।

এগ চিলি (Egg Chili Recipe in Bengali)

#ebook২ #জামাইষষ্ঠী
জামাইষষ্ঠীর দিন মেয়ে জামাইকে ডিনারে খুব সহজেই রান্না করে দিতে পারেন এই রেসিপি।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০মিনিট
৫জন
  1. ৬টি ডিম
  2. ৪টি পেঁয়াজ টুকরো
  3. ১টি ক্যাপ্সিকাম টুকরো
  4. ২টি টমেটো টুকরো
  5. ৪-৫ টাচেরা কাঁচা লঙ্কা
  6. ২০০গ্ৰাম টমেটো সস
  7. ১৮০গ্ৰাম চিলি সস
  8. পরিমাণ মত কর্ণফ্লাওয়ার
  9. স্বাদমত লবণ,লঙ্কা গুঁড়ো
  10. পরিমাণ মত সাদা তেল
  11. প্রয়োজন মতফোরনের জন্য গোটা গরম মশলা(৩-৪লবঙ্গ,৩এলাচ, দারচিনি)

রান্নার নির্দেশ

৩০মিনিট
  1. 1

    প্রথমে ডিম গুলোকে ভেঙে স্বাদ মত লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিতে হবে।

  2. 2

    তার পর একটি পাত্রে ৪টেবিল চামচ মত তেল দিয়ে ডিম ঢেলে দিতে হবে। এবার কড়াইতে একটি স্টান্ড বসিয়ে আর ১গ্লাস জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন।ফুটে গেলে গ্যাস মিডিয়ামে রেখে ডিমের পাত্রটি বসিয়ে দিয়ে ১৫-২০মিনিট ভাপিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর একটা টুথপিক দিয়ে দেখে নেবেন হয়েছে কিনা।এবার ডিমটি ঠান্ডা হয়ে গেলে চাকু দিয়ে চার দিক ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে দেবেন আর চৌকো করে কেটে নেবেন।

  4. 4

    এবার ডিমের মধ্যে ২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার মাখিয়ে সাদা তেলে হালকা করে ভেজে নিন।

  5. 5

    তার পর ৩টেবিল চামচ সাদা তেলে গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ ক্যাপ্সিকাম হালকা ভেজে নিন। তার পর টমেটো সস, চিলি সস, স্বাদ মত লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পরিমাণ মত জল দিয়ে দিন।

  6. 6

    তার পর ফুটে গেলে ডিম গুলোকে দিয়ে দিন। শেষে স্বাদ মত চিনি দিয়ে পছন্দ মত গ্ৰেভি রেখে নামিয়ে নিন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Sangita Saha
Sangita Saha @cook_24336179
Kolkata
https://www.youtube.com/channel/UCir0XvdgLkdTSCvUMAiBC8gVisit my coocking Channel
আরও পড়ুন

Similar Recipes