পালং পনির (Palak paneer recipe in Bengali)

সন্ধ্যা রানীর হেঁশেল
সন্ধ্যা রানীর হেঁশেল @cook_26759853

পালং পনির একটি উত্তর ভারতীয় রেসিপি। এটা পালংশাকের সবচেয়ে জনপ্রিয় রেসিপি। নিরামিষ ভালো খাওয়ার মনে পড়লে সবার আগে পালং পনিরের কথা মনে পড়ে। পড়াটাই হোক বা রুটি বা ফ্রাইড রাইস সবার সাথেই পালং পনির খুবই ভালো যায়।

পালং পনির (Palak paneer recipe in Bengali)

পালং পনির একটি উত্তর ভারতীয় রেসিপি। এটা পালংশাকের সবচেয়ে জনপ্রিয় রেসিপি। নিরামিষ ভালো খাওয়ার মনে পড়লে সবার আগে পালং পনিরের কথা মনে পড়ে। পড়াটাই হোক বা রুটি বা ফ্রাইড রাইস সবার সাথেই পালং পনির খুবই ভালো যায়।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

সম্পূর্ণ রেসিপিটা তৈরি করতে২০ থেকে 30 মিনিট লাগে
তিনজনের জন্য
  1. ১০০ গ্রামসাদা তেল
  2. ১ চা চামচ জিরে
  3. ২ চা চামচ ধনে
  4. ২ টো শুকনো লঙ্কা
  5. ৫ টা কাঁচা লঙ্কা
  6. পরিমাণ মতো আদার টুকরো
  7. 7কোয়া রসুন
  8. ১টা মিডিয়াম সাইজের পেঁয়াজ
  9. ১টা টমেটো মিডিয়াম সাইজের
  10. ১আঁটি পালং শাক
  11. ২৫০ গ্রাম পনির
  12. স্বাদমতোনুন
  13. ১ চা চামচচিনি
  14. ১/২ চা চামচ সানরাইজ গরম মশলা
  15. ৩ চা চামচ ফ্রেশ ক্রিম
  16. ১ চা চামচ বাটার

রান্নার নির্দেশ

সম্পূর্ণ রেসিপিটা তৈরি করতে২০ থেকে 30 মিনিট লাগে
  1. 1

    প্রথমে কড়াইতে দু'চামচ সাদা তেল দেবো। তারপর তাতে তেজপাতা দুটো দুটো শুকনো লঙ্কা, এক চামচ জিরা, দু'চামচ ধনে দিয়ে হালকা করে নাড়িয়ে নেব। এরপর আদা রসুন পেঁয়াজ ওর মধ্যে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা হালকা ভেজে এলে তাতে পালং শাক দিয়ে আবার হালকা করে নারাতে থাকবো। পালং শাক হয়ে এলে তাতে কাটা টমেটো দিয়ে দেব।

  2. 2

    এবার কড়াই থেকে পুরো তরকারিটা নামিয়ে মিক্সিতে ভালো করে পেতে নেব যেন বাটাটা একদম মিহি হয়।

  3. 3

    কড়াইতে একটু তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা পনির গুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেবো।

  4. 4

    এবার কড়াইতে এক চামচ মতন তেল দিয়ে মিক্সিতে বাটা মিশ্রণটা কড়াইতে দিয়ে দেব আর হালকা করে নাড়তে থাকবো। মিশ্রণে স্বাদমতো নুন দেবো সাথে ভেজে রাখা পনির গুলো দিয়ে দেব। এবার 5 মিনিট মতন কড়াইতে হালকা করে নাড়তে থাকবো। কষা কষা হয়ে এলে তাতে এক চামচ চিনি দিয়ে দেব। পুরো জিনিসটা মাখা মাখা হয়ে এলে তাতে হাফ চামচ সানরাইজের গরম মসলা ছড়িয়ে দেব। তারপর উপরে এক চামচ বাটার দেবো আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব। এবার কড়াই থেকে পালং পনির নামিয়ে পরিবেশন করতে হবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
সন্ধ্যা রানীর হেঁশেল

মন্তব্যগুলি

Similar Recipes