কাতলা মাছ ভাপা(katla mach bhapa recipe in Bengali)

Rumki Mondal
Rumki Mondal @cook_28194610

মাছের ভাপা বলতে আমরা সাধারণত সরষে দিয়ে বুঝি।কিন্তু এই রেসিপিটি আমি আমার মায়ের কাছে শিখেছি।ছোট থেকেই অনেক বার খেয়েছি তাই আজ আমি চেষ্টা করলাম করার ।

কাতলা মাছ ভাপা(katla mach bhapa recipe in Bengali)

মাছের ভাপা বলতে আমরা সাধারণত সরষে দিয়ে বুঝি।কিন্তু এই রেসিপিটি আমি আমার মায়ের কাছে শিখেছি।ছোট থেকেই অনেক বার খেয়েছি তাই আজ আমি চেষ্টা করলাম করার ।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০মিনিট
৫জন
  1. ৫ টুকরোমাছ
  2. ১ টা বড় পেঁয়াজ
  3. ৫ টারসুন কোয়া
  4. ১ চা চামচ ধনে গুঁড়ো
  5. ১ টা বড় টমেটো
  6. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  7. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  9. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১চা চামচ পাতিলেবুর রস
  11. ১/২ চা চামচ চিনি
  12. ২টেবিল চামচ আদা বাটা
  13. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ

৩০মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর লেবুর রস,চিনিও নুন দিয়ে ম‍্যরিনেট করে রাখতে হবে ১০ মিনিট।

  2. 2

    সমস্ত উপকরণ রেডি।পিয়াজ, টমেটো ওরসুন ছোট ছোট করে কেটে নিতে হবে।

  3. 3

    আদা ২ চামচের মতো পেস্ট করে নিতে হবে।

  4. 4

    প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর রসুন কুচি গুলি দিয়ে হালকা লাল করে ভেজে পিয়াজ কুচি গুলো দিয়ে দিতে হবে।ও ভালো করে ভেজে নিতে হবে

  5. 5

    তারপর টমেটো কুচি গুলি দিয়ে ভেজে নিতে হবে।ভাজা হলে বাকি মশলা দিয়ে কষে নিতে হবে ও স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে কষে নিতে হবে ।ও সামান্য জল দিয়ে ফুটতে দিতে হবে।

  6. 6

    এরপর ম‍্যরিনেট করা মাছ গুলো দিয়ে দিতে হবে ও ৫ মিনিট ঢাকা দিয়ে হালকা আচে সিদ্ধ হতে দিতে হবে।

  7. 7

    তারপর ঢাকা খুলে সাবধানে মাছগুলো ক উল্টে দিতে হবে যাতে দু দিকেই ভালো করে সিদ্ধ হয় ও নুন মশলা ঢোকে

  8. 8

    এরপর আর ৫ মিনিট ফুটলেই রেডি।

  9. 9

    আপনার কাতলা মাছ ভাপা খাবার জন্য তৈরী।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rumki Mondal
Rumki Mondal @cook_28194610

Similar Recipes