Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

30মিনিট
5-7জন
  1. 250 গ্রামময়দা
  2. 100 গ্রামআটা
  3. 50 গ্রামসুজি
  4. 1/2 চা চামচনুন
  5. 1টেবিল চামচ চিনি
  6. 1/2 চা চামচবেকিং সোডা
  7. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  8. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ

30মিনিট
  1. 1

    সমস্ত শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে 2টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এইবার পরিমাণ মতো জল দিয়ে নরম করে মেখে নিতে হবে। 10মিনিট রেস্টে দিতে হবে।

  3. 3

    10মিনিট পর আর একবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নিতে হবে। এইবার কড়াইতে পরিমাণ মত সাদা তেল দিয়ে তেল গরম হলে তাতে লুচি গুলো দিয়ে ভাজতে হবে।

  4. 4

    লুচি ভালো করে ফুলে উঠলে দুই পিঠ ভালো করে ভেজে তুলে নিলেই জলখাবারের জন্য লুচি তৈরি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Sneha Banerjee
Sneha Banerjee @Sneha_foodshop
Sneha Banerjee Akhansha,P-45/1C, Ramnarayan Pally,Behala Malirmat KOLKATA, WEST BENGAL 700061 India

Similar Recipes