শিং পটলের ঝোল

Iyasmin Mukti
Iyasmin Mukti @Iyasmin_Mukti

শিং পটলের ঝোল

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৬ জন
  1. ১/২ কেজিপটাল
  2. ২ টা আলু
  3. ১/২ চা চামচরসুন বাটা
  4. ১/২ চা চামচ জিরা বাটা
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  6. ১ চা চামচ লাল মরিচ গুঁড়া
  7. ২ টা পিয়াঁজ কুঁচি
  8. ৫ টা আস্ত কাঁচামরিচ
  9. ৩ টা মাঝারি সাইজের শিং মাছ
  10. স্বাদমতোলবণ
  11. তেল,পানি পরিমাণমতো

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    মাছ গুলো পছন্দ মতো করে কেটে ধুয়ে নিব।

  2. 2

    আলু, পটল খোসা ফেলে কেটে নিব।

  3. 3

    কড়াইতে তেল গরম করে পিয়াঁজ কুঁচি দিয়ে ভেজে জিরা বাটা, রসুন বাটা দিয়ে একটু কসিয়ে নিব।

  4. 4

    আমি একটু ঝাল বেশি খাই এজন্য আস্ত কাঁচামরিচ দেই সব কিছুতে । সবাই বেশি ঝাল খেতে পারে না।

  5. 5

    মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ,মাছ দিয়ে ভালো ভাবে কসিয়ে নিব। হালকা পানি দিয়ে আবার কসিয়ে মাছ গুলো তুলে রাখবো।

  6. 6

    আলু,পটল দিয়ে কিছু সময় কসিয়ে পরিমাণ মতো পানি দিব। বলক উঠলে কসিয়ে রাখা মাছ, আস্ত কাঁচামরিচ হালকা ভেঙ্গে দিয়ে দিব।

  7. 7

    কিছু সময় রান্না করলে হয়ে যাবে মজাদার শিং পটলের ঝোল।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Iyasmin Mukti
Iyasmin Mukti @Iyasmin_Mukti

মন্তব্যগুলি

Similar Recipes