কচুর লতি - চিংড়ি ভাপা

Saffron Touch
Saffron Touch @Sheuly

আমার বাবার জন্য রান্না করেছিলাম। বাবার খুব ই পছন্দের খাবার এটা।

কচুর লতি - চিংড়ি ভাপা

আমার বাবার জন্য রান্না করেছিলাম। বাবার খুব ই পছন্দের খাবার এটা।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৪ জন
  1. ১০/১২ পিস চিংড়ি
  2. ২৫০ গ্রাম কচুর লতি
  3. ১ কাপ পিয়াজ
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ চা চামচ হলুদ গুড়া
  7. ২ চা চামচ মরিচ গুড়া
  8. ১ চা চামচ ধনিয়া গুড়া
  9. লবণ স্বাদ অনুযায়ী
  10. ২ টেবিল চামচ সরিষা তেল
  11. ৩০০ মিলি পানি
  12. আমের আচার

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সরিষার তেলে পিয়াজ দিয়ে হালকা ভাজতে হবে।

  2. 2

    পিয়াজের রঙ একটু স্বচ্ছ হয়ে এলে, এতে একে একে গুড়া মশলা এবং লবণ এবং ১০০ মিলি পানি দিয়ে দিতে হবে।

  3. 3

    মশলা ভাজা হয়ে তেল টা উপরে উঠে আসলে চিংড়ি গুলো দিয়ে দিতে হবে।

  4. 4

    হালকা একটু ভেজে, এর মধ্যেই পরিষ্কার করা কচুর লতিগুলো দিয়ে দিতে হবে।

  5. 5

    সবগুলো উপকরণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর ২০০ মিলি পানি ঢেলে দিয়ে নাড়তে হবে।

  6. 6

    কচুর লতি গুলো সেদ্ধ হয়ে যখন নরম হয়ে আসবে তখন আমের আচার দিয়ে দিতে হবে। আচারটা অপশনাল, গলা ধরার চাঞ্চ টা কমানোর জন্যই আচারের উপস্থিতি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Saffron Touch

মন্তব্যগুলি

Similar Recipes