Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪৫ মিনিট।
৪ জনের জন্যে।
  1. ১ টি মুরগি(চার টুকরো করে কাটা চামড়া সহো)
  2. ১ কাপ টকদই।
  3. ২ টেবিল চামচ -লেবুর রস।
  4. ১ চা চামচ আদাবাটা ।
  5. ১ চা চামচ -রসুন বাটা।
  6. 1/2 চা চামচধনেগুড়া।
  7. 1/2 চা চামচজিরাগুড়া।
  8. ১ টেবিল চামচগরম মশলা গুড়া।
  9. ৩/৪টি কাচামরিচ বাটা।
  10. ১ টেবিল চামচ -ধনেপাতা বাটা।
  11. স্বাদমতো-লবণ‌।
  12. ১ চা চামচ কসুরি মেথি।
  13. ১ টেবিল চামচ পেয়াজ বাটা।
  14. ১ কাপ -তেল(ভাজার জন্যে)।

রান্নার নির্দেশ

৪৫ মিনিট।
  1. 1

    প্রথমে মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে কিচেন টাওয়ালের সাহায্যে শুকনো করে নিন। একটি ধারালো ছুড়ির সাহায‍্য মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন।
    লবণ ও লেবু ভাল করে মেশান, যাতে লবণ পুরোপুরি মিশে যায় লেবুর রসে। এবার এই মিশ্রণটি ভাল করে ঘষে ঘষে মাংসের গায়ে লাগিয়ে নিন।

  2. 2

    এরপর বিশ মিনিট ফ্রিজে রেখে দিন।বাটা পেঁয়াজ, আদা, রসুন,কাসুরি মেথি, মরিচ, ও অন্যান্য শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন। এরসঙ্গে টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
    এই পেস্ট দিয়ে মাংস ভাল করে ম্যারিনেট করুন।
    যে অংশগুলি চিড়ে দিয়েছেন তাতে ভাল করে এই পেস্টটি আঙুল দিয়ে লাগান। আরও দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন।

  3. 3

    এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে এক একটা দিক ২০-২৫ মিনিট হাল্কা আঁচে রান্না করে নিন। সবদিক ভাল করে সিদ্ধ হয়ে গেলে প্যান নামিয়ে নিন।

  4. 4

    এবার একটি রুটি সেঁকার জালি বা অন্য কেনও স্টিলের জালি উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু পুড়িয়ে নিন।

  5. 5

    এতে একটু স্মোকি ফ্লেবার আসবে।ব‍্যাস ফায়ার চিকেন তৈরী।রুটি,নান কিমবা পরটার সঙ্গে উপভোগ মজাদার ফায়ার চিকেন‌।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Bipasha Ismail Khan
Dhaka, Bangladesh
Cooking is my favourite hobby, love cooking always! I am a passionate food photographer, home cook, housewife recipe contributor & a great foodie! 😍😍😍
আরও পড়ুন

Similar Recipes