ফ্রুট চাটনি (Fruit chutney recipe in Bengali)

Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

#ebook2
বাংলা নববর্ষ বাঙ্গালীর শেষ পাতে একটু চাটনি না হলে খাওয়া টা সম্পন্ন হয়না

ফ্রুট চাটনি (Fruit chutney recipe in Bengali)

#ebook2
বাংলা নববর্ষ বাঙ্গালীর শেষ পাতে একটু চাটনি না হলে খাওয়া টা সম্পন্ন হয়না

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

35মিনিট
4জন
  1. 5টা টমেটো
  2. 8-10টা খেজুর
  3. 10 গ্রামকিসমিস
  4. 5 গ্রামকাজু বাদাম
  5. 250 গ্রামআমসত্ত্ব
  6. 1 চা চামচপাঁচ ফোঁড়ন
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. স্বাদমতোচিনি
  10. 1 টেবিল চামচরাইস অয়েল
  11. 1টা শুকনো লঙ্কা
  12. 1টা কাঁচা লঙ্কা
  13. 1 চা চামচপাতি লেবুর রস
  14. 1 চা চামচগ্রেট করা গন্ধরাজ লেবুর খোসা

রান্নার নির্দেশ

35মিনিট
  1. 1

    কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে । এরপর লঙ্কা টা একটু ভাজা হলে ওর মধ্যে পাঁচ ফোঁড়ন ছেড়ে দিতে হবে । এবার টমেটো কুঁচিগুলো ছেড়ে অল্প নুন দিয়ে হতে দিতে হবে । টমেটো গুলো একটূ নরম হলে তাতে হলুদ গুঁড়ো দিয়ে আবার রান্না করতে হবে ।

  2. 2

    এরপর একটা বাটিতে আমসত্ত্ব খেজুর কাজু বাদাম আর কিসমিস জলে ভিজিয়ে নিয়ে ভালো ভাবে চটকে নিয়ে জল সমেত কড়াইতে ঢেলে দিতে হবে । এবার একটূ ফুটে গেলে তারমধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবার ফোটাতে হবে । একটু ঝোল টা শুকিয়ে এলে নুন আর মিস্টি টা দেখে নিতে হবে । এরপর একটা চেরা কাঁচা লঙ্কা তার মধ্যে ছেড়ে দিয়ে আবার একটু ফোঁটাতে হবে ।

  3. 3

    এবার চাটনি টা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে । একটু ঠান্ডা হলে তার ওপর পাতি লেবুর রস আর গন্ধরাজ লেবুর গ্রেট করা খোসা ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Amrita Chakraborty
Amrita Chakraborty @cook_24145407

Similar Recipes