Easy Mango Pudding

চলছে আমের মৌসুম। মিষ্টি মিষ্টি আম তো এমনিতেই খেতে ভারী মজা! আবার আম দিয়ে নানা রকমের মিষ্টি ডিশ বা ডেজার্ট তৈরী করা খুবই সহজ ও সুস্বাদু! তাই আজকে ফ্রুটি ফান চ্যালেন্জে আমার পরিবেশনা আমের একটি সহজ এবং অত্যন্ত সুস্বাদু আমের ডেজার্ট ইজি ম্যাঙ্গো পুডিং!
Easy Mango Pudding
চলছে আমের মৌসুম। মিষ্টি মিষ্টি আম তো এমনিতেই খেতে ভারী মজা! আবার আম দিয়ে নানা রকমের মিষ্টি ডিশ বা ডেজার্ট তৈরী করা খুবই সহজ ও সুস্বাদু! তাই আজকে ফ্রুটি ফান চ্যালেন্জে আমার পরিবেশনা আমের একটি সহজ এবং অত্যন্ত সুস্বাদু আমের ডেজার্ট ইজি ম্যাঙ্গো পুডিং!
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমের পাল্প, দুধ, চিনি, কর্ণ ফ্লাওয়ার, গুড়া দুধ এক সাথে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে নিয়ে চূলায় মাঝারি বা লো মিডিয়াম তাপে বসিয়ে অনবরত নাড়তে থাকুন। নাড়া বন্ধ করলে দলা বেঁধে যাবে। নাড়তে নাড়তে যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন ঘি দিয়ে আবার নাড়তে থাকবেন। চিনি একটু চেক করে নেবেন। আমার আরো ৩ চা চা চিনি লেগেছিল।
- 2
- 3
একটি মাঝারি সাইজের সারভিং ডিশে বিস্কুট বিছিয়ে দিন। ফাঁক গুলো ভাঙ্গা টুকরা দিয়ে ভরে দিন। আমার মোট ১২টা বিস্কুট লেগেছে একটা লেয়ারে। এদিকে চুলায় বসানো মিশ্রণ যখন কন্ডেন্সড মিলকের মত ঘন হয়ে যাবে তখন নামিয়ে গরম অবস্থায় বিস্কুটের লেয়ারের উপর ঢেলে সমান ভাবে ছড়িয়ে দেবেন। এর পর এর উপরে পেস্তা বাদাম ও আমের কুচি ছড়িয়ে দেবেন।
- 4
আগের লেয়ারের উপর আবার বিস্কুটের লেয়ার বসান ও আগের মত মিশ্রন, আম ও বাদামের কুচি ছড়িয়ে দিন।
- 5
একটি বাটিতে এক কাপ হুইপড ক্রীম ও ৩ চা চা চিনি দিয়ে এগ বিটার দিয়ে সফ্ট পিক হওয়া পর্যন্ত বিট করুন। এবার এই ক্রীম তৈরীকৃত লেয়ারের উপর বিছিয়ে পছন্দমত সাজিয়ে নিন। এবার এটা ফ্রীজে রেখে দিন ৬/৭ ঘন্টার জন্য অর্থাৎ আগের দিন বানিয়ে পরের দিন খেলে ভালো লাগবে। কেউ যদি আরও বড় ডিশে বানাতে চান তাহলে সব উপকরন আনুপাতিক হারে বাড়িয়ে নেবেন। তৈরী হয়ে গেল মজাদার ম্যাঙ্গো পুডিং!
- 6
- 7
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
Banana Pudding
কলা ফল হিসাবে খুবই উপাদেয়, উপকারী ও সারা বছর ধরেই পাওয়া যায়। এই একটা ফল যা আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি। ফ্রুটি ফান চ্যালেন্জে তাই আমি কলা দিয়ে তৈরী করলাম বানানা পুডিং। কলা ও বিস্কুট দিয়ে লেয়ারিং করে তৈরী এটা একটা অত্যন্ত সুস্বাদু পুডিং। C Naseem A -
Mango milkshake
গরমে প্রশান্তি ও স্বস্তি এনে দেয় ঠাণ্ডা মিল্কশেক। মিল্কশেক শুধু দূধের ও হয়, আবার বিভিন্ন ফল মিশিয়ে করা যায়। এখন যেহেতু আমের সিজন চলছে তাই Happy cooking challenge এ আমি পরিবেশন করছি ম্যাংগো মিল্ক শেক। C Naseem A -
আফলাতুন।
মাঝে মাঝে মিষ্টি খেতে মন চায়। ঘরে যদি কোন মিষ্টি না থাকে তখন যেন মনটা আরও খাই খাই করতে থাকে! এ রকম অবস্হায় সহজ কিন্তু খুবই সুস্বাদু এই মিষ্টান্নটি তৈরী করে নিতে পারেন অবলীলায়! নিয়ে এলাম সুস্বাদু আফলাতুন! C Naseem A -
Rainbow Ice cream।
এটি churning পদ্ধতিতে তৈরী ৭টা লেয়ারের খুবই আকর্ষণীয় ও মজাদার একটি আইসক্রিম।সাতটি লেয়ারের এই আইসক্রিম তৈরী করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য যেহেতু হাতে দিয়েই করেছি সবকিছু। আশা করি সবাই রেসিপি টা পড়বেন ও চেষ্টা করবেন বানাতে। এই আইসক্রিমে একটা grainy texture আসে যা খেতে খুব ভালো লাগে। C Naseem A -
বাসি ভাত দিয়ে করাচী হালুয়া। Karachi Halwa by leftover rice
ছোটবেলায় (৬০ এর দশকে) আমার আব্বা ঢাকায় গেলেই রং বেরংএর হালুয়া নিয়ে আসতেন। এটার নাম ছিল মাস্কাটি হালুয়া। ঢাকার নিউ মার্কেটের বোম্বে সুইটসে পাওয়া যেত এটা। আমাদের সবার খুব প্রিয় ছিল এই হালুয়া। পরে আমার আম্মা কেমন করে জানি কার কাছ থেকে শিখে এই হালুয়া ভাত বেটে রান্না করতেন! খুবই ভালো হত! আমি পদ্ধতি টা কখনও তেমন খেয়াল করিনি। পরে ইউ টিউব থেকে জেনেছি এই হালুয়ার নাম বোম্বে বা করাচী হালুয়া আর বানানো হয় কর্ণ ফ্লাওয়ার, চিনি আর ঘি দিয়ে। ঐভাবে আমি আগে ২ কাপ কর্ন ফ্লাওয়ার দিয়ে বানিয়েছি। বাসি জিনিসের আর কিছু বানানো যায় কিনা এই চিন্তা করছিলাম, হঠাৎ মনে পড়ে গেল ভাত দিয়ে আম্মার হালুয়া বানানোর কথা! তাই ভাবলাম চেষ্টা করেই দেখিনা পারি কিনা! তাই নেমে পড়লাম কাজে। তবে সাবধানতা হিসাবে আমি বাসি ভাতের সাথে আধা কাপ কর্ণ ফ্লাওয়ার ও মিশিয়েছি। ঠিক মতই হয়েছে, স্বাদে কোন তারতম্য হয়নি!#Cookeverypart C Naseem A -
দুধ ও ময়দার হালুয়া। Milk and flour halwa
নানা রকমের হালুয়ার মধ্যে একটি সহজ ও সুস্বাদু হালুয়া হচ্ছে দুধ ও ময়দার হালুয়া যার উপকরণগুলো সব সময়েই হাতের কাছে থাকে। এই হালুয়া রুটি বা পরটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। C Naseem A -
কদম ফুল মোমো।
প্রাচ্য দেশে মোমো একটি সুস্বাদু স্বাস্থ্যকর খাবার। ওরা কাঁচা মাছ বা মাংস দিয়ে পুর দেয়। কিন্তু যেহেতু এটি ভাপে তৈরী হয় তাই কাঁচা পুর ব্যবহার করতে আমি সাচ্ছন্দ্য বোধ করি না। তাই আমি সিদ্ধ মাছ ব্যবহার করেছি তবে নতুনত্ব এনেছি এর আবরনে! আপনারা মাছ, মাংস, সবজী যে কোন কিছু দিয়ে ই পুর বানাতে পারেন। আর আমি এটা আমাদের দেশী স্টাইলে বানিয়েছি, কোন চাইনীজ সস ব্যবহার করিনি। C Naseem A -
ফুলকপি ও ব্রকোলির স্যুপ। Cauliflower and Broccoli soup
শীতের সন্ধ্যা হল স্যুপ খাওয়ার আদর্শ সময়। ভাজাভুজি না খেয়ে গরম গরম স্যুপ খান ঠান্ডা ঠান্ডা সন্ধ্যায় অথবা রাতে, শরীর মন চাঙ্গা হয়ে উঠবে! সুস্বাদু ও স্বাস্থ্যকর ও বটে! C Naseem A -
ব্রেকফাস্ট বান
#fooddiariesআমার একমাত্র সন্তান সকালের নাস্তায় ডিম,রুটি,ভাজি সবসময় খেতে চায়না,তখন বানিয়ে দেই এই বান।তবে আগের দিন বান বানিয়ে রাখলে ব্রেকফাস্ট এর সময় সহজ হয়।আমি বাসায় বাটার ক্রিম রাখি,মাঝে মাঝে বাটার ক্রিম লাগিয়ে দেই, কখনো জ্যাম,জেলী লাগিয়ে দেই আবার কখনো চিকেন চপ বা ডিমআলুর চপ বানের মধ্যে দিয়ে বাচ্চা কে দেই। এতে করে সকালের একটি ভরপেট ব্রেকফাস্ট হয় বাচ্চার।আর বাচ্চা খুব মজার খাবার মনে করে খায় এবং সারাদিন অনেক রিলাক্স থাকে,কারণ পেট ভরা থাকে।ধন্যবাদ Tasnuva lslam Tithi -
-
মেটে আলুর হালুয়া। Elephant foot potato halwa
খুব কম মানুষ ই আছে যারা এই আলু দেখেছে। আমিও প্রথম দেখলাম এইবার গ্রামে গিয়ে। এই আলু এক রকমের লতানো গাছ মাটির নীচ থেকে হয় আর অনেক বছর ধরে বড় হতে থাকে। তিন চার বছর হলে তার পর মাটি খুঁড়ে তোলা হয়। এটা অনেক বড় হয় আর দেখতে অনেক সময় হাতির পায়ের মত হয় তাই এটাকে Elephant foot বলে। তরকারি রান্না করে আর সিদ্ধ করে গুড় দিয়ে খায় গ্রামের লোকেরা। এইটার texture দেখে আমি ভাবলাম এটা দিয়ে তো হালুয়াও করা যেতে পারে। তাই বানিয়ে ফেললাম। মন্দ হয় নি খেতে! C Naseem A -
ডাল ও ফুলকপির স্যুপ। Lentil and cauliflower soup
কনকনে শীতে স্যুপ একটি উপাদেয় ও স্বাস্থ্যকর খাদ্য। শীত আসলেই আমি সুস্বাদু সবজী আর অন্যকিছু দিয়ে ফিউশন করে নানারকম স্যুপ তৈরী করি। আজ তারই একটা হাজির করলাম। C Naseem A -
পালং শাকের স্যুপ। Spinach Soup
শীতের সিজনে সহজলভ্য পালং শাকের স্যুপ খুবই স্বাস্থ্যকর ও উপাদেয়! রাতের বা দুপুরের খাবারে গরম গরম স্যুপ একটা আলাদা মাত্রা এনে দেয় আর ডায়েট মেনে চলতে চাইলে এটা খুবই উপযুক্ত! C Naseem A -
শশা দিয়ে ইলিশের তরকারী।
শশা যদিও গ্রীষ্মকালীন সবজী, এখনো পাওয়া যাচ্ছে। আর এই শশা আমার নিজের ক্ষেতের, খুবই সুস্বাদু তাই ইলিশ মাছ দিয়ে তৈরী করলাম একটা সুস্বাদু তরকারী। C Naseem A -
-
অরেঞ্জ পুডিং।
#Eggডিম দিয়ে তৈরী একটি ভীষণ মজার ডেজার্ট অরেন্জ পুডিং।এটি খুব সহজে এবং কম সময়ে তৈরী করা যায়।ছোট থেকে বড় সবাই এই রেসিপি টি পছন্দ করে।এর স্বাদ অতুলনীয়। Bipasha Ismail Khan -
নবাবী সেমাই
একটি খুবই ইউনিক এবং সুস্বাদু একটি ডেজার্ট যেটা বানাতে যেমন সহজ খেতেও আরো বেশি মজা!#Mishti Syma Huq -
ভ্য্যনিলা বিন গ্রীক য়োগার্ট - বেরিস কেক (Vanilla Bean Greek Yogurt Berries Cake Recipe in Bengali)
#Wd2খুব উপকারী এবং সুস্বাদু কেক। Tanzeena Mukherjee -
বানানা পুডিং
আমার মায়ের সবচে ফেভারেট ডেজার্ট হল বানানা পুডিং. তাই আজকে মায়ের জন্য বানালাম মাদার্স ডের উপলক্ষে.#ঝটপট Razia Sultana -
নারকেলী চিংড়ি
মাঝারি বা ছোট চিংড়ি আর কোরানো নারকেল দিয়ে সহজ ও সুস্বাদু একটি ডিশ যা অতিথি আপ্যায়নের জন্য আদর্শ।#রান্না C Naseem A -
রঙীলা পাউরুটির পুডিং (Colourful Bread Pudding)
পাউরুটি আমাদের নিত্যদিনের খাবার। এই পাউরুটি শুধু টোস্ট করে খাওয়া ছাড়াও নোনতা ও মিষ্টি নানারকম নাস্তা বানানো যায়। আজকে কুকপ্যাডের সদস্যদের মনোরঞ্জনের জন্য আমি নিয়ে এসেছি স্নিগ্ধ সুন্দর সুস্বাদু পাঊরুটির পুডিং। C Naseem A -
ঝটপট কালোজাম মিষ্টি
#ঝটপটআমার বাসায় রোজার সময় মেহমান আসলে আমি একটা স্পেশাল আইটেম করে থাকি,তা হলো যেকোন মিষ্টি।কারণ ভাজা পোড়া ঝাল অনেক খাবারের সাথে মিষ্টি অনেক ভালো লাগে।আমি চটজলদি গুঁড়া দুধের একটা কালোজাম বানাই,তা বানাতে আমার ২০ মিনিট এর বেশি সময় লাগেনা।আর মেহমান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ,তাদের কে নিজ হাতে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে।ইফতারে মেহমানদের জন্য তাই আজ আমার রেসিপি ঝটপট কালোজাম মিষ্টি Tasnuva lslam Tithi -
শামী কাবাব।
হ্যাপি কুকিং এ মাংসের মজার কিছু বানানো তে আমার রেসিপি শামী কাবাব যেটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ভাত, পরটা, রুটি, পোলাও, বিরিয়ানী সবকিছুতেই এই কাবাব খাপ খেয়ে যায়!#happy C Naseem A -
তালের শাস ও সাগুর পায়েশ(Palmyra seed with Sago Pudding)
প্রচন্ড গরমে তালের শাস একটি লোভনীয় প্রান জুড়ানো খাবার। এটা কচি তালের নরম বিচি যার স্বাদ ও সুগন্ধ অতূলনীয়! তাই আমি ভাবলাম এটা দিয়ে একটা পায়েশ তৈরী করলে কেমন হয়? আসলেও খুবই সুস্বাদু পায়েশ তৈরী হয়েছে, সাথে আমি সাগু মিশিয়েছি একটু ভল্যুম আনার জন্য যেটা না দিলেও চলবে। C Naseem A -
-
-
স্পাইসি চিকেন ফ্রাই। Spicy fried chicken
বাচ্চাদের পছন্দের খাবার হচ্ছে চিকেন ফ্রাই। এটাকে আমি একটু স্পাইসী করেছি একটু হট চিলি সস মিশিয়ে আর ক্রিস্পি করেছি তিনবার ময়দার কোটিং দিয়ে।#Happy C Naseem A -
লিচু আর সাগুর পায়েশ(Lychee and sago /tapioca pudding)
লিচু অত্যন্ত রসালো মিষ্টি একটা ফল যা খুব অল্প সময়ের জন্য পাওয়া যায়। এই লিচু গুলো আরও কিছুদিন উপভোগ করার জন্য আমি এই পায়েশ বানিয়ে থাকি প্রতিবছর যাতে সিজন চলে গেলে পরে খাওয়া যায়, অতিথি আপ্যায়নেও কাজে লাগে। পায়েশকে ঘন করার জন্য আমি এতে সিদ্ধ সাগু মিশিয়েছি, তাতে এর স্বাদ আরো বেড়ে গেছে! C Naseem A -
রয়াল ফালুদা
#happyফল দিয়ে তৈরি ভিষণ মজার একটি ডেজার্ট এর রেসিপি নিয়ে এলাম আজকে।যা অনেক টাই আমার নিজের তৈরি রেসিপি। ফালুদা কার না ভালোলাগে,তবে এতে আমি তোকমা ও দিয়েছি।যা খেলে পেটের জন্য উপকারী হবে। এবং ভালো ও লাগবে। Tasnuva lslam Tithi -
গোলাপ জাম মিষ্টি।
বাংলাদেশ হল মিষ্টির দেশ। কত রকমের মিষ্টি যে আছে এই দেশে। আর ছেলেবুড়ো সবাই মিষ্টির জন্য পাগল! এতসব মিষ্টির মধ্যে একটি খুবই জনপ্রিয় মিষ্টি হচ্ছে গোলাপ জাম। বানানো ও সহজ। তাই সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য হ্যাপি কুকিং চ্যালেন্জে আমি বানিয়েছি গুড়া দুধের গোলাপ জাম মিষ্টি।#Happy C Naseem A
More Recipes
মন্তব্যগুলি (3)