Rainbow Ice cream।

এটি churning পদ্ধতিতে তৈরী ৭টা লেয়ারের খুবই আকর্ষণীয় ও মজাদার একটি আইসক্রিম।সাতটি লেয়ারের এই আইসক্রিম তৈরী করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য যেহেতু হাতে দিয়েই করেছি সবকিছু। আশা করি সবাই রেসিপি টা পড়বেন ও চেষ্টা করবেন বানাতে। এই আইসক্রিমে একটা grainy texture আসে যা খেতে খুব ভালো লাগে।
Rainbow Ice cream।
এটি churning পদ্ধতিতে তৈরী ৭টা লেয়ারের খুবই আকর্ষণীয় ও মজাদার একটি আইসক্রিম।সাতটি লেয়ারের এই আইসক্রিম তৈরী করা বেশ সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য যেহেতু হাতে দিয়েই করেছি সবকিছু। আশা করি সবাই রেসিপি টা পড়বেন ও চেষ্টা করবেন বানাতে। এই আইসক্রিমে একটা grainy texture আসে যা খেতে খুব ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
ক্রীম, ফুড কালার ও ভ্যানিলা বাদে সব উপকরন একসাথে এগ বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। এবার এই মিশ্রণ চূলায় একটি পাত্রে মাঝারি আঁচে বসিয়ে অনবরত নাড়তে থাকব। যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে একটু ঠাণ্ডা হতে দেব। একটা বাটিতে ক্রীম নিয়ে ভালো করে বীট করে নেব। এবার ক্রীম ও ভ্যানিলা আগে তৈরী করা মিশ্রণের সাথে হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণ একটা বক্সে নিয়ে ফ্রীজে জমতে দেব।
- 2
- 3
দুতিন ঘন্টা পরে মিশ্রণ জমে গেলে বের করে ছূরি ও কাটাচামচ দিয়ে খুঁচিয়ে ও বিট করে গলিয়ে নেব। তবে বেশী গলানো যাবেনা, ফিরনীর মত ঘনত্ব হতে হবে। এবার ৭ টা ছোট ছোট বাটি নিয়ে মিশ্রণটা সমান ভাবে ভাগ করে নেব। ছয়টাতে ছয় রং মিশাব আর একটা সাদা রেখে দেব।
- 4
একটা মাঝারি সাইজের আয়তাকার ট্রান্সপারেন্ট প্লাসটিকের বক্স নিয়ে যেকোন একটা রংএর মিশ্রন ঢেলে দেব। এরপর এই বক্স ও সবগুলো বাটি ফ্রীজে জমতে দেব।
- 5
দুতিন ঘন্টা পরে যখন জমে যাবে তখন একটি বাটি বের করে Churning করে গলিয়ে আগের লেয়ারের উপর ঢেলে বিছিয়ে দিতে হবে। ভালো হয় ঢালার ৫মিনিট আগে বক্স বের করলে কারন বেশী শক্ত লেয়ারের উপর পরের লেয়ার ঠিক মত না লাগতে পারে। এভাবে দুতিন ঘন্টার ব্যবধানে একটার পর একটা বাটি বের করে churning করে গলিয়ে লেয়ার বসিয়ে দিতে হবে। আপনি আপনার পছন্দ অনুসারে লেয়ার সাজাতে পারেন বা রংও কমবেশী ব্যবহার করতে পারেন।
- 6
- 7
আইসক্রিম সার্ভ করার আগে বক্সটা একটা গরম পানি রাখা পাত্রে দুতিন মিনিটের জন্য বসিয়ে রাখবেন। এর ফলে আইসক্রিম টা বক্সের সাইড থেকে ছুটে যাবে। তখন সার্ভিং ডিশ ধরে উল্টে নেবেন। আর ছুরি বা স্কুপ যেটাই ব্যবহার করুন না কেন সেটাও গরম পানিতে চুবিয়ে নিলে সহজে সার্ভ করতে পারবেন।
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
-
Easy Mango Pudding
চলছে আমের মৌসুম। মিষ্টি মিষ্টি আম তো এমনিতেই খেতে ভারী মজা! আবার আম দিয়ে নানা রকমের মিষ্টি ডিশ বা ডেজার্ট তৈরী করা খুবই সহজ ও সুস্বাদু! তাই আজকে ফ্রুটি ফান চ্যালেন্জে আমার পরিবেশনা আমের একটি সহজ এবং অত্যন্ত সুস্বাদু আমের ডেজার্ট ইজি ম্যাঙ্গো পুডিং! C Naseem A -
-
ব্রেকফাস্ট বান
#fooddiariesআমার একমাত্র সন্তান সকালের নাস্তায় ডিম,রুটি,ভাজি সবসময় খেতে চায়না,তখন বানিয়ে দেই এই বান।তবে আগের দিন বান বানিয়ে রাখলে ব্রেকফাস্ট এর সময় সহজ হয়।আমি বাসায় বাটার ক্রিম রাখি,মাঝে মাঝে বাটার ক্রিম লাগিয়ে দেই, কখনো জ্যাম,জেলী লাগিয়ে দেই আবার কখনো চিকেন চপ বা ডিমআলুর চপ বানের মধ্যে দিয়ে বাচ্চা কে দেই। এতে করে সকালের একটি ভরপেট ব্রেকফাস্ট হয় বাচ্চার।আর বাচ্চা খুব মজার খাবার মনে করে খায় এবং সারাদিন অনেক রিলাক্স থাকে,কারণ পেট ভরা থাকে।ধন্যবাদ Tasnuva lslam Tithi -
Mango milkshake
গরমে প্রশান্তি ও স্বস্তি এনে দেয় ঠাণ্ডা মিল্কশেক। মিল্কশেক শুধু দূধের ও হয়, আবার বিভিন্ন ফল মিশিয়ে করা যায়। এখন যেহেতু আমের সিজন চলছে তাই Happy cooking challenge এ আমি পরিবেশন করছি ম্যাংগো মিল্ক শেক। C Naseem A -
বাসমতি চালে ডিমের ভুনা খিচুড়ি
#happy আপনাদের জন্য এক ভিন্নধর্মী খিচুড়ির রেসিপি নিয়ে এলাম। আশা করি সবাই ট্রাই করবেন। Umma Humaira -
ফলের রসে কাস্টার্ড
কুকিংদিস উয়েক এ আমি বেছে নিয়েছি কাস্টার্ড,কাস্টার্ড আমার ছেলের ভিষন পছন্দের,আর কাস্টার্ডের উপকরনগুলোতে কোন ভিন্নতা নেই শুধু ফলের ভিন্নতা,আমি এর আগেও কয়েকটা রেসিপি দিয়ে দিয়েছি,তাই একটু নতুন করে আরো একটু ইয়াম্মি করতে চেয়েছি,ইউটোভ এ ও দেখেছি,কিন্তু কাস্টার্ড তৈরির নমুনা সব একই,কিন্তু আমি একেবারের নতুনভাবে আরো মজাদার করে তৈরি করেছি আমার হাতের কাছে যে ফল ছিল সেগুলো দিয়ে করেছি। Asma Akter Tuli -
নবাবী পায়েস।
#eidইদের দিন ব্রেকফাস্ট রেসিপিতে তৈরী করতে পারেন আমার এই দারুণ এবং মজাদার রেসিপিটি ।আশা করি সবার ভালো লাগবে। Bipasha Ismail Khan -
অরেঞ্জ পুডিং।
#Eggডিম দিয়ে তৈরী একটি ভীষণ মজার ডেজার্ট অরেন্জ পুডিং।এটি খুব সহজে এবং কম সময়ে তৈরী করা যায়।ছোট থেকে বড় সবাই এই রেসিপি টি পছন্দ করে।এর স্বাদ অতুলনীয়। Bipasha Ismail Khan -
ভাত বাগাড়।
#রান্না।অনেক সময় আমাদের বাসায় দুপুরে বা রাতে উদ্বৃত্ত ভাত রয়ে যায়।তাই দিয়েই আমরা এই চমৎকার রাইস ডীশটি চটপট তৈরী করতে পারি।আমার ভীষণ প্রিয় ❤️ Bipasha Ismail Khan -
কুকপ্যাড সুইট স্যান্ডুইচ
#holiday ক্রিসমাস উৎসবের জন্য আমি এই রেসিপিটি তৈরি করলাম, এটি যেমন আর্কষণীয় খেতেও দারুণ মজার। আশা রাখছি ভালো লাগবে সবার Daizee Khan -
মিক্স সবজি রান্না
প্রতিদিন শাক সবজি খান, কোন কারন ছাড়াই। অন্য যে কোন তরকারী থাকলেও একটা সবজি রান্না করুন। আমি এ যাবত আপনাদের অনেক সবজি রান্না দেখিয়েছি, আশা করি আপনাদের ভাল লেগেছে। আজ তেমনি একটা মিক্স সবজি রান্না দেখাবো। ঘরে কয়েক পদের সবজি থাকলে তা মিশিয়ে খুব সহজে এই সবজি রান্না করা যেতে পারে। চলুন, দেখে ফেলি। নিরামিষ পদের রান্না, আশা করি সবাই খুব পছন্দ করবেন। সকালের নাস্তায় রুটির সাথেও বেশ জম্বে! গালিব -
Banana Pudding
কলা ফল হিসাবে খুবই উপাদেয়, উপকারী ও সারা বছর ধরেই পাওয়া যায়। এই একটা ফল যা আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি। ফ্রুটি ফান চ্যালেন্জে তাই আমি কলা দিয়ে তৈরী করলাম বানানা পুডিং। কলা ও বিস্কুট দিয়ে লেয়ারিং করে তৈরী এটা একটা অত্যন্ত সুস্বাদু পুডিং। C Naseem A -
রাসিয়ান কাবাব ইন দেশী মুঠি কাবাব স্টাইল!
#heritageযেকোন মুঠি কাবাব আমার খুব পছন্দের।আর রাশিয়ান কাবাব যেদিন প্রথম খেয়েছিলাম,সেদিনি প্রেমে পড়ে গিয়েছিলাম!আজ তাই দুই টি আইডিয়া ই কাজে লাগিয়ে দেশি বিদেশি স্টাইল কে মাথায় রেখে এই ফিউশন কাবাব টা তৈরি করলাম।বিস্বাস করুন, অসাধারণ স্বাদের হয়েছে আলহামদুলিল্লাহ।আর আমার বাচ্চা মোটেও সবজি খায়না,সে এই কাবাব পেয়ে টপাটপ খেয়ে ফেলেছে!!!আর এখানে উল্লেখ্য যে,এই কাবাবে চিকেনের পাশাপাশি আমি শীতের সবজি বাঁধাকপি, গাজর, মটরশুটি ও ব্যবহার করেছি!যা স্বাদ ও গুন অনেক গুন বাড়িয়ে দিয়েছে!!আর শীতের দিনে এই ফিউশন কাবাব টি হতে পারে পারফেক্ট একটি স্বান্ধকালীন চা এর আড্ডার একটি অন্যতম অংশ!!ধন্যবাদ।😊😊❤️❤️😍😍 Tasnuva lslam Tithi -
আলুর দম
#ভোজখুব মজাদার একটি বাঙালি ডিস জা আমার বেশ পছন্দ।আমি এই ডিশটি প্রায়ই বাড়িতে রান্না করি যেহেতু এটি রান্নার প্রণালি ও অনেক সহজ। Syma Huq -
শামী কাবাব।
হ্যাপি কুকিং এ মাংসের মজার কিছু বানানো তে আমার রেসিপি শামী কাবাব যেটি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। ভাত, পরটা, রুটি, পোলাও, বিরিয়ানী সবকিছুতেই এই কাবাব খাপ খেয়ে যায়!#happy C Naseem A -
ফুলকপির ফুলুরি
শীতের দিন গুলোয় সব্জীগুলোর স্বাদ বেড়ে যায় কয়েক গুন!! এই সময় বিকেলের চায়ের সাথে টা হিসেবে এই সব্জীর বড়ার বা ফুলুরির তুলনা নেই। Zamia Saquib -
দুধ ও ময়দার হালুয়া। Milk and flour halwa
নানা রকমের হালুয়ার মধ্যে একটি সহজ ও সুস্বাদু হালুয়া হচ্ছে দুধ ও ময়দার হালুয়া যার উপকরণগুলো সব সময়েই হাতের কাছে থাকে। এই হালুয়া রুটি বা পরটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। C Naseem A -
ডাল ও ফুলকপির স্যুপ। Lentil and cauliflower soup
কনকনে শীতে স্যুপ একটি উপাদেয় ও স্বাস্থ্যকর খাদ্য। শীত আসলেই আমি সুস্বাদু সবজী আর অন্যকিছু দিয়ে ফিউশন করে নানারকম স্যুপ তৈরী করি। আজ তারই একটা হাজির করলাম। C Naseem A -
রাতের বেঁচে যাওয়া রান্নার বাসি মাছ দিয়ে হাড়িয়ালি ফিস কাবাব
#cookeverypartপ্রায় বাসায় রাতে খাওয়ার পর তরকারিতে দেয়া মাছ বা ভাজা বাড়তি কিছু মাছ রয়েই যায়,কিন্তু বাসি হয়ে যাওয়ায় গরম করে ঐ মাছ খেতে আর ভালো লাগেনা,কারণ বাসি একটা গন্ধ হয়ে যায়।আমি তাই চিন্তা করলাম,এই মাছ গুলো কে কিভাবে খাওয়ার যোগ্য করে তোলা রায়। সেইজন্য আমি ঠিক করলাম এই মাছ গুলো দিয়ে কাবাব বানাবো,আর ভেবে দেখলাম বাসি মাছ দিয়ে হারিয়ালি কাবাব হবে বেষ্ট, কারণ এর মসলার কম্বিনেশন টা একদম ই বুঝতে দিবেনা যে এই কাবাব বাসি মাছ দিয়ে করা!!! Tasnuva lslam Tithi -
কাশ্মীরী গোলাপী চা। Kashmiri pink tea
চা তো আমরা রোজই পান করি। মাঝে মাঝে একটু অদল বদল করে খেলে বেশ ভালো লাগে। যদিও এই কাশ্মীরী চা বানানো বেশ সময় সাপেক্ষ ও একটু কঠিন তারপরে ও কুকপ্যাডের বন্ধুদের জন্য নিয়ে এলাম খেতে দারুণ এই চা।#Happy C Naseem A -
শাহী চিকেন রেজালা।
#eidইদের দিন লাঞ্চে তৈরী করতে পারেন এই মজাদার রেসিপিটি,এটি খেতে ভীষণ সুস্বাদু আর সহজেই তৈরী করা যায়। Bipasha Ismail Khan -
Sweet n sour Cauliflower roast with Pasta in Spinach sauce
আজ বিজয় দিবসের প্রাক্কালে আমার প্রিয় বাংলাদেশের পতাকার আদলে নবীন প্রজন্মের জন্য একটা নিজস্ব ডিশ তৈরী করলাম! আশা করি লাল সবুজ আর প্রাচ্য পাশ্চাত্যের এই মেলবন্ধন সবার ভালো লাগবে! বিজয় দিবসের শুভেচ্ছা অফুরান! C Naseem A -
ফুলকপির সিঙ্গারা(Fulcopir Shingara recipe in Bengali)
#GA4 #week24আমি এবার পাজল বক্স থেকে ফুলকপি বেছে নিয়েছি।ফুলকপি আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি, বিশেষ করে তরকারি,মাছের সাথে রান্না করে বা ভাজি।স্ন্যাকস হিসেবে ও মে ফুলকপি দিয়ে কতো মজাদার খাবার তৈরি করা যায়, ফুলকপির সিঙাড়া তেমনি একটি রেসিপি, অসাধারণ স্বাদের। Tasnuva lslam Tithi -
কদম ফুল মোমো।
প্রাচ্য দেশে মোমো একটি সুস্বাদু স্বাস্থ্যকর খাবার। ওরা কাঁচা মাছ বা মাংস দিয়ে পুর দেয়। কিন্তু যেহেতু এটি ভাপে তৈরী হয় তাই কাঁচা পুর ব্যবহার করতে আমি সাচ্ছন্দ্য বোধ করি না। তাই আমি সিদ্ধ মাছ ব্যবহার করেছি তবে নতুনত্ব এনেছি এর আবরনে! আপনারা মাছ, মাংস, সবজী যে কোন কিছু দিয়ে ই পুর বানাতে পারেন। আর আমি এটা আমাদের দেশী স্টাইলে বানিয়েছি, কোন চাইনীজ সস ব্যবহার করিনি। C Naseem A -
চন্দ্রপুলি।
#পিঠা।বাংলাদেশের ঐতিহ্য মানেই পিঠা।আজ তৈরী করেছি বাংলাদেশের ভীষণ জনপ্রিয় এবং খুব মজার চন্দ্রপুলি পিঠা। Rebeka Sultana -
চালতার টক
আমার নানী,আমার ভীষণ প্রিয় মানুষ।আমাকে ছোট বেলায় নানী লালন পালন ও করেছেন। আলহামদুলিল্লাহ আমার নানীর অকৃত্রিম ভালোবাসা এখনও পাচ্ছি।আমার নানী খুব সহজ সরল মানুষ।তার প্রিয় খাবারের নাম গুলো শুনলেই বুঝা যায় তিনি কতোটা সহজ সরল ও সুন্দর মনের মানুষ।নানী কে ভীষণ ভালোবাসি।চাই তিনি অনেক অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকুন।ছোটবেলায় নানী আমাদেরবাসায় বেড়াতে এলেই এতো আনন্দ হতো,মে সব মজার মজার রান্না তো নানী করবে,আর আমরা খাবো।একদিন হলো কি নানী খুব সকালে উঠেই রান্না শুলে করেছেন।আমি বললাম নানী কিসের গন্ধ?নানী বলছে,তুমি আগে খাওনি,নতুন কিছু।মা শুনেইআমিতো সেই নতুন কিছুর জন্য অপেক্ষা করছিলাম।রান্না শেষ,খাবার খেতে বসে আমি তখন দেখলাম এটা চালতা দিয়ে করা একটা টক। এবং এত্তো বেশি মজা।আমি বার বার প্লেইটে করে নিয়ে খাচ্ছিলাম,আর এতো,খেলাম,কি যে অসাধারণ তার স্বাদ।সেই থেকেই চালতার টক আমার ভীষণ প্রিয় ।আমার নানীর ভীষণ প্রিয় এই চাল তার টক।তবে আমার নানী গরম ভাতের সাথে যেকোন টক বা খাট্টা খুব পছন্দ করেন,যেমন, তেঁতুল এর টক,টমেটোর টক,আমড়া,আমের টক,চালতার টক।এই রান্না গুলো এতো সহজ,আর এতো তৃপ্তিদারক খেতে.... নানীর সারল্যমাখা মুখ খানা ভেসে উঠে এই খাবার গুলো রান্না করার সময়....নানীর হাতের চালতার খাট্টা খুব ভালো লাগতো,মুখে লেগে থাকার মতো।এখন চালতা খুব পাওয়া যাচ্ছে,তাই রান্না করলাম আমার নানীর প্রিয় খাবার চালতার খাট্টা। Tasnuva lslam Tithi -
বৌয়া ভাত
আগের দিনে যখন বাড়িতে ঢেঁকিতে ধান ভাঙ্গানোর সময় ভেঙ্গে যাওয়া চাল আলাদা করে তা দিয়ে মা দাদিরা বিশেষ রকম ভাত রান্না করত । আহহ্ সে কি অসাধারণ স্বাদ!! এখন কলের যুগ, ধান কলে ভাঙ্গানো হয়ে ঝরাই-মোছাই হয়ে বস্তাবন্দী চাল বাড়িতে আসে । তাতে ক্ষুদ থাকে না তাই বৌয়া ভাতও আর খাওয়া হয় না। বাজারে ক্ষুদ দেখে লোভ হল বৌয়া ভাত খাওয়ার তাই কিনে রান্না করলাম। Salam Talukder -
ক্যারামেল পুডিং
#ChoosetoCookপুডিং আমার ভীষন পছন্দের। এটা বানাতে খুব সহজ খেতেও অনেক মজার।আমি সব সময় প্রেসার কুকারে পুডিং তৈরি করি।আমার রান্না করতে খুব ভালো লাগে। সবাই যখন খাবারের প্রসংশা করে তখন মনটা আনন্দে ভরে ওঠে।আমি সব সময় পরিবারের সবার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। প্রিয়জনদের নিজ হাতের খাবার খাওয়াতে পারলে খুব শান্তি লাগে। Iyasmin Mukti -
জলপাই তেঁতুলের যুগলবন্দি টক মিষ্টি আচার
জলপাই আমার খুব ই প্রিয়,আর এই জলপাই দিয়ে যেকোন আচার ই আমার অসাধারণ লাগে।আমার আম্মু একটা আচার বানায়,পাকা জলপাই এর সাথে তেতুল মিশিয়ে মিষ্টি আচার। এতো মজা হয়।এবার বাসায় এসে গতো বছরের এই পাকা জলপাই এর মিষ্টি আচার ই খাচ্ছি।অল্প একটু ই অবশিষ্ট ছিলো ,তা দিয়ে ফটো তুললাম।আশাকরি সবাই এই ভিন্ন স্বাদের জলপাই এর আচার টা ট্রাই করবেন।এই পাকা জলপাই টা জলপাই এর পিছনের শেষের দিকে বেড় হয়,আর এটা হাত দিয়ে চটকালেই ম্যাশ করে নেয়া যায়।কারণ এতোটাই নরম থাকে।তাছাড়া নরম না হলে ফ্রিজে ৪/৫ দিন রেখে দিলেও এই পাকা জলপাই খুব সহজেই নরম হয়ে যাবে।ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
Designer patishapta or Rangila patishapta
পাটিসাপটা বাংলাদেশের খুবই প্রচলিত ও সুস্বাদু একটি পিঠা যা ছেলে বুড়ো সবাই পছন্দ করে! সাধারণ সাদা পাটিসাপটায় আমি নতুনত্ব আনতে চেষ্টা করেছি রঙীন গোলা ব্যবহার করে। আশা করি আপনাদের এই সুন্দর রঙীন পাটিসাপটা ভালো লাগবে!#পিঠা C Naseem A
More Recipes
মন্তব্যগুলি (4)