চিকেন বিরিয়ানি

Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh

#ঝটপট

সেই ছোট বেলার রোজার কথা মনে পড়ে যায়, মাকে বলতাম সেহেরী খেলে ঢেকে দিও, মা না ঢাকলে ও চুপি,চুপি উঠে সেহেরি খেতাম রোজা রাখতাম, মা বলতো দিন ১২ টা বাজে তোমার রোজা কলসির মুখে হা করে কলসির ভিতর রেখে, তুমি খেয়ে আবার কলসির ঢাকনা খুলে রোজা নিয়ে নিও, এই হলো আমার শিশু বেলার রোজার গল্প। আমরা কতো বোকা ছিলাম , মা বাবা যা বলতো তাই করতাম।🥰🥰🥰🥰

চিকেন বিরিয়ানি

#ঝটপট

সেই ছোট বেলার রোজার কথা মনে পড়ে যায়, মাকে বলতাম সেহেরী খেলে ঢেকে দিও, মা না ঢাকলে ও চুপি,চুপি উঠে সেহেরি খেতাম রোজা রাখতাম, মা বলতো দিন ১২ টা বাজে তোমার রোজা কলসির মুখে হা করে কলসির ভিতর রেখে, তুমি খেয়ে আবার কলসির ঢাকনা খুলে রোজা নিয়ে নিও, এই হলো আমার শিশু বেলার রোজার গল্প। আমরা কতো বোকা ছিলাম , মা বাবা যা বলতো তাই করতাম।🥰🥰🥰🥰

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১/২ কেজিবাসমতী চাল
  2. ১টিদেশি চিকেন
  3. ২ টেবিল চামচটক দই
  4. ১ চা চামচরসুনবাটা
  5. ১/২ কাপপিয়াজ কুচি
  6. ২টেবিল চামচপিয়াজ বাটা
  7. ২ চা চামচজিরা বাটা
  8. ১ চা চামচশাহী জিরা
  9. ১ টেবিল চামচআদাবাটা
  10. ১ চা চামচধনিয়া গুড়ো
  11. ১ টেবিল চামচবিরিয়ানি মশলা
  12. ২ টিতেজপাতা
  13. ৬/৭ টিকাঁচা মরিচ
  14. ২ টেবিল চামচগুঁড়া দুধ
  15. ৪ টেবিল চামচঘি
  16. ৪ টেবিল চামচরেগুলার তেল
  17. সাদ মতোলবন
  18. ১ চা চামচকেওরার জল
  19. ১ চা চামচচিনি
  20. ৩ কাপগরম পানি

রান্নার নির্দেশ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন টা ভালো ভাবে ধুয়ে টক দই ও সামান্য লবন ও আদার রস মাখিয়ে রাখবো ১০ মিনিট। চাল টা ধুয়ে একটি স্টেনারে ছেকে রাখবো। এতে করে বিরিয়ানি টা ঝরঝরে হয়।

  2. 2

    তারপর চুলায় একটি পেন বসিয়ে তেল দিব সাথে ২টেবিল চামচ ঘি দিয়ে পিয়াজ কুচি টা দিয়ে দিব সাথে ১ চা চামচ চিনি দিয়ে দিব এতে করে পিয়াজ ভেরেস্তা মচমচে হয়। ভেরস্তা তুলে
    নিব।

  3. 3

    তারপর ঐ তেলে পিয়াজ বাটা, আদাবাটা জিরাবাটা, ধনিয়া গুঁড়া বিরিয়ানি মশলা সব কিছু এক সাথে দিয়ে খুব করে কষিয়ে নিব। পানি দিব না।

  4. 4

    চিকেন থেকে পানি উঠে চিকেন সিদ্ধ হয়ে তেল টা উপরে উঠে আসলে চিকেন টা মশলা থেকে উঠিয়ে নিব।

  5. 5

    তারপর ঐ তেল মশলায় চাল টা দিয়ে ভালো ভাবে ভেজে নিব, তারপর ফুটন্ত গরম পানি ৩ কাপ দিয়ে ঢেকে দিব, চালটা যখন ৮৫% ফুটে আসবে তখন চিকেন টা দিয়ে। গুড়ো দুধ টা দিয়ে এক সাথে মিশিয়ে উপরে কাচা মরিচ দিয়ে দিব।

  6. 6

    নামানোর আগে বিরিয়ানির উপরে ২ টেবিল চামচ ঘি, ১ চামচ কেওরার পানি দিয়ে, নামিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে রায়তার সাথে গরম গরম পরিবেশন করবো।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Khaleda Akther
Khaleda Akther @cook_19996201
Bangladesh
My passion is cooking 🍕🍴
আরও পড়ুন

Similar Recipes