মুচমুচে নিমকি (muchmuche nimki recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#ইবুক
যেকোনো সময় চায়ের সাথে টা হিসেবে এই নিমকি খেতে দারুন লাগে।

মুচমুচে নিমকি (muchmuche nimki recipe in Bengali)

#ইবুক
যেকোনো সময় চায়ের সাথে টা হিসেবে এই নিমকি খেতে দারুন লাগে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১/৪ চা চামচ নুন
  3. ১/৪ চা চামচ চিনি
  4. ১০০ মিলি সাদা তেল
  5. ১/৪ কাপ জল
  6. ১/২ চা চামচ কালো জিরে

রান্নার নির্দেশ

৫ মিনিট
  1. 1

    প্রথমেই ময়দাতে নুন, কালো জিরে, চিনি এবং ২ টেবিল চামচ সাদা তেল মিশিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে সারা ময়দায় তেল টা মিশিয়ে নিতে হবে।অন্তত দুই থেকে তিন মিনিট একভাবে এটাকে মাখতে হবে।

  2. 2

    তারপর হাতে এক মুঠো ময়দা নিয়ে দেখতে হবে যে ওটা মাখা অবস্থায় গোল করলে একসঙ্গে জুড়ে থাকছে কি না? যদি থাকে তাহলে বুঝতে হবে ময়দা তে ময়ানটা ঠিক ঠাক পড়েছে।

  3. 3

    এবার যে মিশ্রণটা তৈরি হয়েছে তাতে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মন্ড বানিয়ে ফেলতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে অন্তত ১০ থেকে ১৫ মিনিট ফেলে রাখতে হবে।

  4. 4

    এবার ময়দা টাকে দুভাগ করে নিয়ে রুটির আকারে বড় করে বেলে নিতে হবে এবং তারপর ছুরির সাহায্যে যেরকম আকার চাইছেন সেরকম আকারে নিমকি ময়দা থেকে কেটে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে একে একে নিমকি গুলো ছেড়ে দেব এবং একদম কম আঁচে ভাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে নিমকি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes