ফুলকপির পরোটা (Cauliflower paratha recipe in Bengali)

Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

ফুলকপির পরোটা (Cauliflower paratha recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

20 মিনিট
2 জন
  1. 1/2 বড় ফুলকপির
  2. স্বাদমতোনুন
  3. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  4. 2 টোকাঁচা লঙ্কা কুচি
  5. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1 চা চামচজোয়ান
  8. 1 চা চামচআমচুর গুঁড়ো
  9. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 2 কাপআটা
  11. 2টেবিল চামচ রিফাইন্ড তেল ময়ানের জন্য
  12. 2 চা চামচরিফাইন্ড তেল পুরের জন্য
  13. প্রয়োজন মতভাজার জন্য রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ

20 মিনিট
  1. 1

    আটা, নুন, 2 টেবিল চামচ রিফাইন্ড তেল একসাথে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নরম ডো তৈরি করে নিতে হবে।

  2. 2

    ফুলকপির ফুলগুলো ঘষুনি বা গ্রেটার দিয়ে ঘষে নিতে হবে।

  3. 3

    গ্রেট করা ফুলকপিতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জোয়ান, লঙ্কা গুঁড়ো, আমচুর গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তাওয়াতে 2 চা চামচ রিফাইন্ড তেল গরম করে তাতে ফুলকপির মিশ্রণ দিয়ে ভালো করে 4-7 মিনিট ভাজা করে নিতে হবে। নামিয়ে পুর ঠান্ডা করে নিতে হবে

  5. 5

    আটার ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিতে হবে। ফুলকপির পুর থেকে 2 চা চামচ পুর আটার চ্যাপ্টা লেচির মাঝখানে দিয়ে চারদিক মুড়ে সীল করে দিতে হবে।

  6. 6

    হাল্কা করে সাবধানে মোটা করে পরোটা বেলে নিতে হবে।

  7. 7

    তাওয়া গরম করে তাতে পরোটা দিয়ে দুপিঠ সেঁকে নিতে হবে।

  8. 8

    পরোটা সেঁকা হয়ে গেলে একেকটি পরোটা তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে সস, আচার বা রায়তা দিয়ে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Meghamala Sengupta
Meghamala Sengupta @cook_15451570

Similar Recipes