বাতাসা ও খেজুর গুর এর ফিরনী

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

ফ্রীজ পরিষ্কার করতে গিয়ে দেখি খেজুর গুড় তাই আর শীতের জন্য বসে না থকে খেজুর গুড় ও বাতাসা দিয়ে ফিরনি বানালাম ,আমার ভিষন পছন্দের এইভাবে করলে।

বাতাসা ও খেজুর গুর এর ফিরনী

ফ্রীজ পরিষ্কার করতে গিয়ে দেখি খেজুর গুড় তাই আর শীতের জন্য বসে না থকে খেজুর গুড় ও বাতাসা দিয়ে ফিরনি বানালাম ,আমার ভিষন পছন্দের এইভাবে করলে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 2 লিটারদুধ
  2. 15 টিবাতাসা
  3. 4 পিস খেজুর গুর ছোট
  4. 1/4 চা চামচলবণ
  5. 2 বা 1 টি করেএলাচ,,দরচিনি তেজপাতা
  6. 1 লিটারপানি
  7. 1 মুঠ বা আধা কাপ এর মতপোলাউর চাল
  8. 1/4 কাপচিনি

রান্নার নির্দেশ

  1. 1

    দুধ জ্বাল দিব তেজপাতা এলাচ ও দারচিনি দিয়ে,,দেন আরেক পাএে খেজুর গুর আধা লিটার পানিতে ফুটাব

  2. 2

    চাল ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে আধা লিটার পানি ও.আধা লিটার জ্বাল করা তরল দুধ দিয়ে ফুটাব একটু লবণ ও দিয়ে দিব চাল টা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন বাতাসা গুরা করে দিব ও চিনি ও বাকি দুধ দিয়ে নেরেচেরে ঘন করে নিব

  3. 3

    প্রায় 15 মিনিট এর মত সময় নিয়ে ঘন করব দেন খেজুর গুড় গুলা টা ছেকে নিয়ে খেজুর গুড় তা ঢেলে দিয়ে আরো 10 মিনিট জ্বাল করে নিব

  4. 4

    যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন ডিস এ নিয়ে ঠান্ডা করে খাব।

    কিসমিস ও বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

Similar Recipes