মুরগির মাংসের ঝোল

Bengal Murad
Bengal Murad @cook_108393097

এই পদটি আমার মা আমাকে শিখিয়ে ছিল।
মুরগির মাংস আমার খুব পছন্দ।
এটি করতে আমার মা আমাকে সাহায্য করেছে।😊 এটি অতি আধুনিকতার ছোঁয়ায় রান্না হয়েছে।
আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে 🥰

মুরগির মাংসের ঝোল

এই পদটি আমার মা আমাকে শিখিয়ে ছিল।
মুরগির মাংস আমার খুব পছন্দ।
এটি করতে আমার মা আমাকে সাহায্য করেছে।😊 এটি অতি আধুনিকতার ছোঁয়ায় রান্না হয়েছে।
আশা করি সবার ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে 🥰

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

রান্নার সময় মাএ ১ ঘন্টা ২ মিনিট
২ জন
  1. ১) ১কেজি চিকেন
  2. ২)২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  3. ৩) স্বাদমতো লবণ
  4. ৪)১ টেবিল চামচ মরিচ গুঁড়া
  5. ৫)১ টেবিল চামচ হলুদ গুঁড়া
  6. ৬)১ টেবিল চামচ জিরা বাটা
  7. ৭)২ টেবিল চামচ আদা রসুন বাটা
  8. ৮)১/২ টেবিল চামচ টেস্টিং সল্ট
  9. ৯)গরম মসলা বাটা, এলাচ তেজপাতা
  10. ১০) শুকনো মরিচ বাটা
  11. ১১)১/২ টেবিল চামচ রেড ফুড কালার
  12. পরিমাণ মতো পানি

রান্নার নির্দেশ

রান্নার সময় মাএ ১ ঘন্টা ২ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। তার পর হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া এবং জিরা বাটা আধা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর কষে এলে টেস্টিং সল্ট ও গরম মসলা বাটা দিয়ে নাড়াচাড়া করে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে।

  3. 3

    মাংস হয়ে গেলে ফুড কালার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল মুরগির মাংসের ঝোল 😇
    ধন্যবাদ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Bengal Murad
Bengal Murad @cook_108393097

মন্তব্যগুলি

Similar Recipes