মাখানো শুটকি -বেগুন তরকারি

Ummay Habiba
Ummay Habiba @habiba2125

আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে।

মাখানো শুটকি -বেগুন তরকারি

আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

20 মিনিট
৬-৭ জন
  1. ১/২ kg বেগুন (ছোট)
  2. ১টি পেয়াজ (বড়)
  3. ১ ১/২ চা চামচ মরিচ (গুঁড়ো)
  4. ১/২ চা চামচ হলুদ (গুঁড়ো)
  5. স্বাদমতোলবণ-
  6. ২ টেবিল চামচ তেল
  7. ৪/৫ টি ছুরি শুটকি
  8. ৭০০ মি.লি পানি

রান্নার নির্দেশ

20 মিনিট
  1. 1

    ১. প্রথমে বেগুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর পেয়াজ কুঁচি করে কাটতে হবে।

  3. 3

    একটি পাত্র নিয়ে তাতে একে একে বেগুন, পেঁয়াজ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  4. 4

    এরপর তাতে পানি যোগ করে চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। বেগুন যখন সেদ্ধ হতে শুরু করবে তখন শুটকি যোগ করে দিন।

  5. 5

    বেগুন সেদ্ধ হয়ে আসলে গরম গরম পরিবেশন করুন। সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ মজার এই মাখানো শুটকি-বেগুন তরকারি।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ummay Habiba
Ummay Habiba @habiba2125

মন্তব্যগুলি (5)

Similar Recipes