রেসিপি শিরোনাম:বিফ চাপ

 Nowrin Fatema
Nowrin Fatema @Nowrin26

#মিটমেনিয়া গরুর মাংস দিয়ে তৈরি চাপ বা বিফ চাপ খুবই মজাদার একটি প্রিপারেশন,যেটি গরম গরম লুচি /পরোটার সাথে খেতে দারুণ লাগে।

রেসিপি শিরোনাম:বিফ চাপ

#মিটমেনিয়া গরুর মাংস দিয়ে তৈরি চাপ বা বিফ চাপ খুবই মজাদার একটি প্রিপারেশন,যেটি গরম গরম লুচি /পরোটার সাথে খেতে দারুণ লাগে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

মেরিনেশন:১.৫ ঘন্টা।মেরিনেশনের পরে ১৫ মিনিট লাগে।
২জন
  1. উপকরণ:
  2. ১০০ গ্রাম,গরুর মাংস পাতলা ও লম্বাটে করে কাটা
  3. ১ টেবিল চামচটক দই
  4. ১ চা চামচলাল মরিচের গুঁড়া
  5. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  6. ১ টেবিল চামচপেঁয়াজ বাটা
  7. ১/২ চা চামচরসুন বাটা
  8. ১ চা চামচআদা বাটা
  9. ১/২ চা চামচগরম মসলা গুঁড়া
  10. ১ টেবিল চামচলেবুর রস
  11. ১ চা চামচবেসন
  12. তেল পরিমাণমতে
  13. লবণ পরিমাণমতো

রান্নার নির্দেশ

মেরিনেশন:১.৫ ঘন্টা।মেরিনেশনের পরে ১৫ মিনিট লাগে।
  1. 1

    গরুর মাংস টুকরা করার সময় পাতলা ও লম্বাটে করে কাটতে হবে।
    অথবা, মাংস লম্বাটে করে কেটে মিট টেন্ডারাইজার দিয়ে পাতলা করে নিতে পারেন।

  2. 2

    গরুর মাংসের পিসগুলোর সাথে পেঁয়াজ বাটা,আদা-রসুন বাটা, টকদ, লাল মরিচের গুঁড়, হলুদ গুঁড়, গরম মশলার গুঁড়, লেবুর রস,বেসন,লবণ একসঙ্গে মিশিয়ে মেরিনেশনের জন্য ১.৫ ঘন্টা রেখে দিতেহব।

  3. 3

    চুলায় ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে তাতে মেরিনেট করা গরুর মাংস দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হব।ঢাকনা সরিয়ে গরুর মাংসের টুকরাগুলো উল্টে দিয়ে অপর পিঠ ভাজতে হবে।

  4. 4

    হয়ে এলে চুলা থেকে নামিয়ে পরোটা/লুচির সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার বিফ চাপ।

  5. 5

  6. 6

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Nowrin Fatema
Nowrin Fatema @Nowrin26

মন্তব্যগুলি (5)

 Nowrin Fatema
Nowrin Fatema @Nowrin26
রেসিপির সাথে ছবি কেন আপলোড হচ্ছে না বুঝতে পারছি না?

Similar Recipes