খেজুর এর গুরের রসগোল্লা

Tanjila Hossain
Tanjila Hossain @tanjila_26011975

এই শীতে গুড়ের রসগোল্লা খেতে খুব ভাল লাগে।
তাই আমিই বানিয়ে ফেললাম এইমজার রেসিপি টা।

খেজুর এর গুরের রসগোল্লা

এই শীতে গুড়ের রসগোল্লা খেতে খুব ভাল লাগে।
তাই আমিই বানিয়ে ফেললাম এইমজার রেসিপি টা।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

আধা ঘন্টা
৪ জনের
  1. 1 লিটারদুধ
  2. 3 চামচভিনিগার
  3. 1/2 চামচসুজি
  4. 3 চামচগুড়া দুধ
  5. 1 কাপখেজুরের গুর

রান্নার নির্দেশ

আধা ঘন্টা
  1. 1

    এক লিটার দুধ নিয়ে গ্যাস এর চুলায় একটা হাঁড়ি বসিয়ে ফুটাতে দিলাম।

  2. 2

    দুধ বলোক আসার পর তিন চামচ ভিনিগার ও এক পানি দিয়ে দিলাম।

  3. 3

    দুধ ছানা কাটলে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেললাম।

  4. 4

    একটা কাপড়ে ছানা টা বেধে রাখলাম। পানি ঝরে যাওয়ার পর তিন চামচ গুড়া দুধ ও হাফ চামচ সুজি ও এক চামচ গুর দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

  5. 5

    মাখতে মাখতে যখন প্লেট থেকে উঠে আসবে তখন ছোট ছোট বলের আকৃতি দিতে হবে।

  6. 6

    এক লিটার দুধ থেকে ১১ টা রসগোল্লা পাওয়া যাবে।

  7. 7

    চুলায় একটা হাঁড়ি বসিয়ে তিন কাপ পানি দিয়ে ফুটাতে হবে। পানি ফুটে গেলে তাতে এক কাপ খেঁজুরের গুর দিয়ে ভালো করে ফুটাতে হবে।

  8. 8

    যখন ফুটে টগবগ করে ফুটতে লাগবে তখন ওই ছানার বল গুলো
    দিতে হবে।

  9. 9

    ২০ মিনিট ফুটিয়ে নেবার পর চুলা থেকে নামিয়ে সার্ভিং বাটি তে ঢেলে পরিবেশন করতে হবে।

  10. 10

    হয়ে গেল আমার মজাদার গুড়ের রসগোল্লা

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Tanjila Hossain
Tanjila Hossain @tanjila_26011975
রান্না আমার খুব প্রিয়, আমার নতুন নতুন খেতে খুব ভালো লাগে ও খাওয়াতে ও খুব ভালো লাগে। নতুন নতুন ডিস তৈরী করতে খুব ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি (8)

Similar Recipes