খিচুড়ি

Tanjila Hossain
Tanjila Hossain @tanjila_26011975

#WR
এটা খেতে খুব মজার

খিচুড়ি

#WR
এটা খেতে খুব মজার

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

আধা ঘন্টা
২/৪ জনের
  1. গ্রামপোলাও এর চাল ২৫০
  2. মুগের ডাল আধা কাপ, মুসুর ডাল আধা কাপ
  3. আদা রসুন বাটা এক চামচ, লবণ এক চামচ, হলুদ গুঁড়া এক চামচ
  4. জিরা গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, পিয়াজ বেরেস্তা
  5. 2চামচ, পিয়াজ কুচি দুই চামচ, তেজপাতা দুই টা, গরম মশলা
  6. 1/2 কাপগোল মরিচ ৫/৭ টা, শুকনা মরিচ দুই/৩ টা, সয়াবিন তেল
  7. 1 চামচঘি

রান্নার নির্দেশ

আধা ঘন্টা
  1. 1

    গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো ভাজতে হবে। তারপর পোলাও এর চাল ধুয়ে দুই রকমের ডাল দিয়ে ভালো করে সব মসলা দিয়ে ভালো কষিয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে।

  2. 2

    পাঁচ মিনিট পর ঢাকনা টা খুলে গোল মরিচ ও শুকনা মরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপর যখন জল টা ভালো করে শুকিয়ে আসবে তখন ঘি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং বাটি তে ঢেলে পরিবেশন করতে হবে। শেষে উপর দিয়ে পিয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিতে হবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Tanjila Hossain
Tanjila Hossain @tanjila_26011975
রান্না আমার খুব প্রিয়, আমার নতুন নতুন খেতে খুব ভালো লাগে ও খাওয়াতে ও খুব ভালো লাগে। নতুন নতুন ডিস তৈরী করতে খুব ভালো লাগে।
আরও পড়ুন

Similar Recipes