পনির পরোটা (Paneer Paratha recipe in Bengali)

Satabdi Sengupta
Satabdi Sengupta @satabdi19

#ব্রেকফাস্ট রেসিপি

পনির পরোটা (Paneer Paratha recipe in Bengali)

#ব্রেকফাস্ট রেসিপি

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

15 মিনিট
5টা পরোটা
  1. 250 গ্রামপনির
  2. 1টা গোটা পেঁয়াজ কুচি
  3. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  4. 1 চা চামচজোয়ান
  5. 1 চা চামচআমচুর
  6. 1 চা চামচগোলমরিচের গুঁড়ো
  7. 1 চা চামচভাজা জিরা ধনে গুঁড়ো
  8. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  9. 2 চা চামচআদা কুচি
  10. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  11. 1 কাপধনে পাতা কুচি
  12. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  13. 1/3 কাপময়দা
  14. 1/3 কাপআটা
  15. পরিমাণ মতোঘি
  16. পরিমান মতজল

রান্নার নির্দেশ

15 মিনিট
  1. 1

    আটা আর ময়দা এক সাথে মিশিযে অল্প নুন আর ঘি দিয়ে ময়ান দিয়ে পরোটার মত করে মেখে, সামান্য ঘি মাখিয়ে 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  2. 2

    পুরের জন্য পনির গ্রেড করে নিয়ে তাতে সব সবজি আর মশলা মিশিয়ে নিতে হবে।

  3. 3

    আটা-ময়দা মাখা টাকে আরেকবার ভালো করে মেখে তার থেকে সমান সাইজের পাঁচটা লেচি কেটে নিতে হবে।

  4. 4

    প্রতিটা লেচিতে 4 টেবিল চামচ পুর ভরে মুখটা আটকে, শুকনো ময়দা দিয়ে আলতো হাতে পরোটা একটু বড় করে বেলে নিতে হবে।

  5. 5

    গ্যাস এর উপর একটা তাওয়া গরম করে প্রতিটা পরোটা আগে দু পিঠ ভালো করে কম আঁচে সেকে নিতে হবে।

  6. 6

    এবার প্রতিটা পরোটা ঘি দিয়ে ব্রাশ করে আর তাওয়া তে 1 চা চামচ ঘি দিয়ে তাতে ভেজে নিতে হবে।

  7. 7

    সকালের তাড়াহুড়োতেও খুব সহজেই ক্যালসিয়াম এ ভরা এরকম গরম গরম পরোটা বানিয়ে টক দই এর সাথে পরিবেশন করতে পারেন।।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Satabdi Sengupta
Satabdi Sengupta @satabdi19

Similar Recipes