ভেজিটেবল ফ্রাইড রাইস

Nur Taz Mahfuz
Nur Taz Mahfuz @cook_24511578

ভেজিটেবল ফ্রাইড রাইস

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৬০ মি:
৪জন
  1. ৬০০গ্রামপোলাও এর চাল
  2. ২-৩ টিডিম
  3. ১কাপপেঁয়াজ কুঁচি
  4. ১ টাক্যাপ্সিকাম ছোট করে কাটা পছন্দ মতো
  5. ২ টেবিল চামচবেবিকর্ণ
  6. ১কাপগাজর
  7. ২ টেবিল চামচমটরশুটি
  8. ৪-৫ টাকাচা মরিচ কুচি
  9. ১ টেবিল চামচরসুন কুঁচি
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ১/২ কাপতেল
  12. ১ টেবিল চামচলাইট সয়াসস
  13. ১ টেবিল চামচটমেটো সস
  14. ২ চা চামচগোলমরিচ গুঁড়া
  15. ১ চা চামচটেস্টিং সল্ট

রান্নার নির্দেশ

৬০ মি:
  1. 1

    একটি পাত্রে ফুটন্ত পানির মধ্যে ধুয়ে পরিষ্কার করা চাল দিয়ে তার সাথে ১ টেবিল চামচ তেল এবং ১ চা চামচ লবণ দিয়ে সাদা ভাত রান্না করে নিতে হবে । ঝরঝরে ভাত রান্না করতে হবে । এজন্য ভাত বেশি নরম করা যাবে না । প্রয়োজনে পানি নিংড়ে ফেলে দিতে হবে । ভাত রান্না হয়ে গেলে বাতাসের নিচে পানি শুকানো এবং ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে ।

  2. 2

    সবজি পছন্দ মতো শেপ এ কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিন । এবার একটি বাটিতে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ডিম ফেটিয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে এই ডিম ঝুরি করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে ।

  3. 3

    আবার একটু তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিতে হবে । এরপর পেঁয়াজ এর সাথে দিয়ে অল্প ভাজতে হবে কিন্তু বাদামি করা যাবে না । পেঁয়াজ কাচা কাচাই থাকবে । পেঁয়াজ একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিন। সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভাজুন। হাই হিটে রান্না করতে হবে । প্রথমে পানি ছেড়ে দেবে ও পরে ভাজা ভাজা হবে। পানি শুকিয়ে গেলে কাচা মরিচ ও ডিম ঝুরি দিয়ে ভাজুন।

  4. 4

    এবার মাঝারি আঁচে কিছুক্ষণ ভাজুন। ভাজা ভাজা হলে টেস্ট করে দেখুন লবণ ঠিক আছে কিনা। যদি প্রয়োজন মনে করেন তাহলে লবণ দিন। এরপর ভালোভাবে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল সবার পছন্দের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nur Taz Mahfuz
Nur Taz Mahfuz @cook_24511578

মন্তব্যগুলি

Md Suman
Md Suman @cook_28234898
রান্না করা চাল কখন দিবো লিখেন নেই আপু😊

Similar Recipes