নিরামিষ বাঁধাকপির ঘন্ট(niraamish bandhakopi ghonto recipe in Bengali(

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#ebook2
পৌষ পার্বণ/সরস্বতী পুজো
সরস্বতী পুজোর সময় আমাদের ভোগে খিচুড়ি লুচি যাই রান্না করে থাকি তার সঙ্গে বাঁধাকপির তরকারি মাস্ট। নিরামিষ বাঁধাকপির তরকারি টি যে কোন কিছুর সঙ্গে খেতে খুব সুস্বাদু লাগে।

নিরামিষ বাঁধাকপির ঘন্ট(niraamish bandhakopi ghonto recipe in Bengali(

#ebook2
পৌষ পার্বণ/সরস্বতী পুজো
সরস্বতী পুজোর সময় আমাদের ভোগে খিচুড়ি লুচি যাই রান্না করে থাকি তার সঙ্গে বাঁধাকপির তরকারি মাস্ট। নিরামিষ বাঁধাকপির তরকারি টি যে কোন কিছুর সঙ্গে খেতে খুব সুস্বাদু লাগে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২৫মিনিট
৪জন
  1. ৪কাপ কুচি করা বাঁধাকপি
  2. ১টি টমেটো
  3. ১টি আলু
  4. ২ চা চামচ মটরশুঁটি
  5. ১চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ জিরা গুঁড়ো
  7. ১/২চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  8. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২টি তেজপাতা
  10. ১/২চা চামচ গরম মসলা গুঁড়ো
  11. ১/২চা চামচ গাওয়া ঘি
  12. স্বাদমতো নুন
  13. ১চা চামচ চিনি
  14. ১চা চামচ গোটা জিরে
  15. ১টি গোটা শুকনো লঙ্কা
  16. ২চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ

২৫মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপি টাকে একটু নুন জলে ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    এবার ডুমো করে কেটে রাখা আলু গুলোকে একটু নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার ওই তেলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে।

  4. 4

    এবার আদা বাটা জিরেগুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো আর নুন মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার একটু জল দিয়ে মসলা টাকে কষাতে হবে।

  7. 7

    এবার ওর মধ্যে টমেটোটা দিতে হবে।

  8. 8

    টমেটো গলা গলা হলে ওর মধ্যে মটরশুঁটির দিয়ে কষাতে হবে।

  9. 9

    এবার ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষাতে হবে।

  10. 10

    এরপর ভাঁপানো বাঁধাকপিটা ওর মধ্য দিয়ে দিতে হবে।

  11. 11

    সব ভালো করে মিশে গিয়ে সব সেদ্ধ হয়ে গেলে তরকারিটা গা মাখা মাখা করে নিতে হবে।

  12. 12

    নামাবার আগে ঘি আর গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  13. 13

    গরম গরম খিচুড়ি লুচি যেকোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যাবে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes