নেহাড়ি।

Bipasha Ismail Khan
Bipasha Ismail Khan @bipasha49
Dhaka, Bangladesh

#storyofmytable

শীতের সকালের নাশতায় নেহাড়ি বা পায়া আমার বাড়ির সকলের প্রিয়।সেই রেসিপি আজ সেয়ার করলাম।

নেহাড়ি।

#storyofmytable

শীতের সকালের নাশতায় নেহাড়ি বা পায়া আমার বাড়ির সকলের প্রিয়।সেই রেসিপি আজ সেয়ার করলাম।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা ৩০ মিনি
৬ জনের জন্যে।
  1. ১ কেজি-গরু/খাসির পায়া।
  2. ২ কাপ-পেয়াজ কুচি।
  3. ১ টেবিল চামচ-আদা বাটা।
  4. 1/2টেবিল চামচ-রসুন বাটা।
  5. 1/2চা চামচ-হলুদগুড়া।
  6. 1/2চা চামচ-জয়ফল ও যত্রি বাটা।
  7. ৭/৮ টি-কাচামরিচ।
  8. ৩ টেবিল চামচ-ঘি।(চাইলে তেল ব‍্যবহার করা যাবে)
  9. ১ চা চামচ-আদা কুচি।
  10. ১ চা চামচ-রসুন কুচি।
  11. সামান্যধনেপাতা কুচি।
  12. ২ টি-তেজপাতা।
  13. ২ টি-দারুচিনি।
  14. ২ টি-লবঙ্গ।
  15. ৩/৪ টি -এলাচ।
  16. স্বাদমতোলবণ।

রান্নার নির্দেশ

১ ঘন্টা ৩০ মিনি
  1. 1

    আমি রান্নার জন্য গরুর পায়া ব‍্যাবহার করেছি।প্রথমে পায়া হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

  2. 2

    এরপর একটি বড় হাড়িতে ঘি দিয়ে তেজপাতা,এলাচ,দারুচিনি একটু ভেজে নিতে হবে।এরপর এতে ১ কাপ পেয়াজ কুচি দিয়ে তা বাদামি করে ভেজে নিতে হবে।এরপর এতে আদাবাটা,রসুনবাটা, হলুদগুড়ো,জয়ফল যত্রি বাটা,চেরা কাচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।

  3. 3

    এরপর এতে পায়া দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে দেড় ঘন্টা অল্প আঁচে রান্না করতে হবে।চুলায় হাড়িতে রান্না করলে মিনিমাম ৬ ঘন্টা মিডিয়ায় আঁচে রান্না করতে হবে।

  4. 4

    দেড় ঘন্টা পর পায়া সিদ্ধ হয়ে গেলে এটি বাগার দিতে হবে।এক কাপ পেয়াজ কুচি,আদা কুচি,রসুন কুচি ভেজে পায়া/নেহাড়ি তে দিয়ে দিতে হবে।এরপর উপরে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    গরম গরম নেহাড়ি উপভোগ করুন রুটি কিমবা নানের সঙ্গে।ধন্যবাদ।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bipasha Ismail Khan
Dhaka, Bangladesh
Cooking is my favourite hobby, love cooking always! I am a passionate food photographer, home cook, housewife recipe contributor & a great foodie! 😍😍😍
আরও পড়ুন

Similar Recipes