পটেটো পপসিকেল।

Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

#রান্না।

পটেটো পপসিকেল।

#রান্না।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪৫ মিনিট।
৬ জনের জন্যে।
  1. টা-বড় সাইজের আলু।
  2. টি-চিকেন ব্রেস্ট।
  3. কাপ-পেয়াজকুচি।
  4. চা চামচ -আদাবাটা।
  5. 1/2চা চামচ-রসুনবাটা।
  6. চা চামচ-গরম মশলাগুড়া।
  7. 1/2চা চামচ-গোলমরিচ গুড়া।
  8. দেড় চা চামচ-জিরাগুড়া।
  9. চা চামচ-শুকনো মরিচগুড়া।
  10. টি-কাচামরিচ কুচি।
  11. 1/2চা চামচ-ধনিয়াগুড়া।
  12. স্বাদমতোলবণ।
  13. দেড় কাপ-সয়াবিন তেল।
  14. টে চামচ-ধনিয়াপাতা কুচি।
  15. টে চামচ চালেরগুড়া।

রান্নার নির্দেশ

৪৫ মিনিট।
  1. 1

    প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।এরপর কড়াইতে আধা কাপ তেল দিয়ে তাতে পেয়াজকুচি দিয়ে দিতে হবে।পেয়াজ ২/৩মিনিট ভেজে একটু নরম হলে আদাবাটা দিতে হবে।এরপর একটু নেড়ে রসুন বাটা দিতে হবে।এরপর নেড়ে শুকনোমরিচ গুড়া দিয়ে আরেকটু নাড়তে হবে।এরপর এতে ২ টেবিল চামচ পানি দিতে হবে এবং স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়ে মাংস কুচি দিতে হবে।মাঝাড়ি আঁচে রান্না করতে হবে।এরপর মাংসতে গরমমশলা গুড়া,আধা চা চামচ জিরা গুড়া,আধা চা চামচ ধনেগুড়া ও কাচামরিচ কুচি দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে ২/৩মিনিট।

  2. 2

    এরপর ঢাকনা খুলে,নেড়ে,চিকেন সিদ্ধ হলে,পানি শুকিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    আলু সিদ্ধ করে চটকে নিতে হবে।আলু সিদ্ধর সঙ্গে চালেরগুড়া, রান্না করা চিকেন,ধনেপাতা কুচি,গোলমরিচ গুড়া,১ চা চামচ জিরাগুড়া ও ১ চা চামচ গরম মশলাগুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে।এরপর কাঠিতে পছন্দমতো শেপে পপসিকেল তৈরী করে নিতে হবে।

  4. 4

    এরপর ফ্রাইপেনে তেল গরম করে দুপাশ সোনালী করে ভেজে তুলতে হবে।

  5. 5

    এরপর পছন্দমতো সস দিয়ে পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

মন্তব্যগুলি

Similar Recipes