জালা পিঠা

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

আজকে একটা মজার রেসিপি উপহার দিব.এটা অনেকের অচেনা একটা রেসিপি আমার মায়ের বানানো জালা পিঠা /জালা জাউ/কাচা পিঠা নামে পরিচিত।এটা তৈরি করতে একটু ঝামেলা কিন্তুু আপনাদের কে আমি সহজ ভাবে শেয়ার করব।এটা শীতকালের নরসিংদী বাসীর জনপ্রিয় একটা পিঠা। ভাল লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।

জালা পিঠা

আজকে একটা মজার রেসিপি উপহার দিব.এটা অনেকের অচেনা একটা রেসিপি আমার মায়ের বানানো জালা পিঠা /জালা জাউ/কাচা পিঠা নামে পরিচিত।এটা তৈরি করতে একটু ঝামেলা কিন্তুু আপনাদের কে আমি সহজ ভাবে শেয়ার করব।এটা শীতকালের নরসিংদী বাসীর জনপ্রিয় একটা পিঠা। ভাল লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 250 গ্রামধান
  2. পানি
  3. 1কেজি লাল আতপ চাল
  4. সামান্যলবন

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে ধান গুলো একটা বোল এ নিয়ে ঢেকে 3দিন বা 5 -6 দিন ভিজিয়ে রাখতে হবে,,,ভিজিয়ে রাখার ফলে দেখবেন ধানগুলোতে গেরা বেধেছে

  2. 2

    ভিজিয়ে রাখা ধানগুলো পানি ফেলে ধুয়ে নিব ভাল করে,,যত তারাতারি সম্ভব এগুইুকে পাতলা করে ছরিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে নয়ত পচে যাবে,,,রোদ না থাকলে ফেনের বাতাসের নিচে ছরিয়ে রাখবে

  3. 3

    শুকানোর পর ধানগুলো কে পিষে ধান থেকে চাল বের করে নিতে হবে

  4. 4

    চাল বের হলে তা পানিতে ভিজিয়ে রাখতে হবে 2ঘন্টা,,,,এই ফাকে লাল আতপ চাল ধুয়ে

  5. 5

    বড় পাতিলে পানি দিয়ে সামান্য লবন এড করে জাউ তৈরি করে নিতে হবে

  6. 6

    ভিজিয়ে রাখা চালটা পাটায় বেটে নিতে হবে এত মিহি করা লাগবে না শুধু ভাংগা করে নিতে হবে

  7. 7

    জাউ হলে তা ঠান্ডা করে তার ওপর বেটে রাখা চালের গুরা দিয়ে জাউ এ মেখে নিতে হবে

  8. 8

    ডাকনা দিয়ে 1/2/3দিন অপেক্ষা করতে হবে একটা গন্ধ বের হওয়া পরযন্ত নিচের ছবির মত হবে

  9. 9

    আপনি এটা গুর দিয়ে দই,খই মুরি দিয়ে খেতে পারবেন,,,,এটা কাচা জালা পিঠা।

  10. 10

    আপনি যদি কাচা অপছন্দ করেন ওটা চুলায় হাই আচে ঝাল দিয়ে খেতে পারেন গুর মুরি দই দিয়ে।জাওটা যত জ্বাল করবেন ততই মজা বারবে,আপনি ফ্রিজ এ সংরক্ষন করে খেতে পারবেন ।

  11. 11

    এবার ধান বের করার প্রসেস টা বলে দেই আমি ছোট গাইল সিয়া দিয়ে পিষে করেছি,,,,আপনি পাটায় অল্প ধান নিয়ে হালকা পিষে নিয়ে ধান বের হলে ঝেরে বেছে নিবেন।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি (5)

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli
ধন্যবাদ আপু,,,অনেকই এটা চিনে না ,,,আবার তৈরির ঝামেলায় কেউ খায় না আমি আগে খেতাম না আমার মা নিজের হাতে করেছে তাই এখন খাই ,,কাচা টা ও খুব ভাল লাগে ,,,,বলতে গেলে শখ করে খাওয়া

Similar Recipes