চিকেন খিচুড়ি(Chicken Khichuri Recipe in Bengali)

Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#Week1
(রোজকারসব্জি পেঁয়াজ ও চাল,ডাল,চিকেন সহযোগে একটা সুস্বাদু রেসিপি চিকেন খিচুড়ি বানিয়েছি।)

চিকেন খিচুড়ি(Chicken Khichuri Recipe in Bengali)

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#Week1
(রোজকারসব্জি পেঁয়াজ ও চাল,ডাল,চিকেন সহযোগে একটা সুস্বাদু রেসিপি চিকেন খিচুড়ি বানিয়েছি।)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪৫মিনিট
৩জনের জন্য
  1. ২০০গ্ৰাম গোবিন্দভোগ আতপ চাল
  2. ৫০গ্ৰাম ভাজা মুগ ডাল
  3. ৫০গ্ৰাম মুসুর ডাল
  4. ৫০০গ্ৰাম চিকেন
  5. ৩টে পেঁয়াজ
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১.৫চা চামচ রসুন বাটা
  8. ২টো শুকনো লঙ্কা
  9. ৩-৪টে কাঁচা লঙ্কা
  10. ২টো তেজপাতা
  11. ৩টে এলাচ
  12. ৩-৪টে লবঙ্গ
  13. ১টুকরো দারচিনি
  14. ১/২ চা চামচ জিরে
  15. ১ চা চামচ জিরে গুঁড়ো
  16. ১ চা চামচ ধনে গুঁড়ো
  17. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  18. ১.৫চা চামচ হলুদ গুঁড়ো
  19. ২টেবিল চামচ দই
  20. স্বাদমতোলবণ
  21. প্রয়োজন মতো তেল
  22. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ

৪৫মিনিট
  1. 1

    চাল,ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ৩০মিনিট ভিজিয়ে রাখুন।

  2. 2

    কড়াইয়ে তেল ও ঘী গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরমমশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিন।

  3. 3

    আদা,রসুন বাটা দিয়ে ভেজে কাঁচা গন্ধ চলে গেলে চিকেন দিয়ে ভালো করে ভেজে নিন।

  4. 4

    দই ও গুড়ো মশলা,লবণ দিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নিন।

  5. 5

    এবার জল ঝরানো চাল,ডাল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে চাল ডালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে,চেরা কাঁচা লঙ্কা,লবণ দিয়ে মাঝে মাঝে নেড়ে কম আঁচে রান্না করুন।

  6. 6

    চাল,ডাল,চিকেন সিদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Madhumita Saha
Madhumita Saha @cook_64759821

Similar Recipes