ডিম আলুর তরকারি

আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে।
ডিম আলুর তরকারি
আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে।
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্র চুলায় দিয়ে তাতে উল্লেখিত পরিমাণের ৩/৪ পরিমাণ তেল দিতে হবে।বাকি তেল ডিম ভাজার জন্য রেখে দিন। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন।
- 2
পেঁয়াজ হয়ে আসলে তাতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও হালকা পানি দিয়ে ভালোভাবে মসলা কসিয়ে নিন। **** টিপস্***** মসলার উপর তেল ভেসে উঠলে বুঝবেন মসলা কসে গেছে। *****
- 3
মসলা কসে আসলে তাতে আলু দিয়ে দিন।
- 4
আলুু হালকা কসে আসলে তাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- 5
এখন অন্য একটি পাত্রে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিন।
****টিপস্ *****ডিম সেদ্ধ হওয়ার সময় তাতে লবণ দিলে ডিমের খোসা সহজেই খুলে আসে**** - 6
ডিম সেদ্ধ হয়ে আসলে খোসা খুলে নিন। এরপর তাতে অল্প হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিতে হবে।
- 7
একটি গরম ফ্রাই প্যানে অবশিষ্ট তেল দিয়ে তাতে ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
***টিপস্**** ডিম তেলে দিলে ফুটতে থাকে তাই সাবধানতা অবলম্বন করতে হবে। চুলার আচ্ হাল্কা রাখা প্রয়োজনীয়। - 8
ভাজা ডিমগুলো ও টমেটো আলুর তরকারির মধ্যে দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিন।
- 9
আলু সেদ্ধ হয়ে আসলে তাতে অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
-
মাখানো শুটকি -বেগুন তরকারি
আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে। Ummay Habiba -
ডিম আলুর ঝোল
ভুনা খিচুড়ি হোক অথবা সাদা ভাত এই ডিশ্ টা কম বেশি সবারই পছন্দের একটা খাবার। যখন মাছ গোশ খেতে ইচ্ছে হয় না তখন এই খাবার হতে পারে মজাদার এক উপায় প্রোটিন যুক্ত খাবার হিসেবে। Ummay Salma -
ডিম আলুর তরকারি
মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে ভাল লাগে না তখন ডিম দিয়ে আলু তরকারি বা ভাজি করে খাই ভালই লাগে। Asma Akter Tuli -
সজনে ডাটার ডাল
#ঝটপটছোটবেলায় সেহড়ি তেল বাবা খুব আশযুক্ত খাবার যেমন শাক,ডাটা এসব খুব পছন্দ করতো।আমার মা তাই সেহড়ি তেল চটজলদি সজনে ডাটা দিয়ে মুখরোচক এই বার রান্না করতো।যা এখন আমিও সেহড়ি তে রান্না করি।আমার মা এর কাছে শেখা এই অসাধারণ চটজলদি সেহড়ির রেসিপি টি শেয়ার করছি, আশাকরি সবার ভালো লাগবে। Tasnuva lslam Tithi -
-
ঢেঁড়স পাকোড়া
মা,বাবা, ভাইবোনের সঙ্গে মধুর স্মৃতিতে আমার মায়ের পছন্দের খাবার শেয়ার করছি। মা যেহেতু ভেজিটেরিয়ান ছিল তাই নিজের জন্য তেমন কিছু করতে চাইতো না।ভাজি, ডাল বা সব সবজি চাল ডাল দিয়ে ভাত রান্না করতো। এইরেসিপিটাও শেয়ার করবো। আজ মায়ের পছন্দের পাকোড়া বানাচ্ছি। Shikha Paul -
চিংড়ি দিয়ে ধুন্দুল তরকারি
প্রতিদিন আমরা চেষ্টা করি একটি সবজি পদ করতে স্বাস্থ্যকর কিছু খাওয়ার জন্য । এছাড়াও সবজি পদগুলি খুব কম সময়ে রান্না হয়ে যায়, বেশি কষ্ট হয় না । Farzana Mir -
আলুর পরোটা
এই রেসিপি টা আমার খুব পছন্দের। আশাকরি আপনাদের ও খুব ভালো লাগবে। এই রেসিপি টা সম্পূর্ন আমার নিজের আইডিয়ায়। Tanjila Hossain -
মেশানো সবজি দিয়ে চাপিলা মাছের ঝোল তরকারি
সাপ্তাহিক খাবারে বেশিরভাগই সবজি ও মাছ খাওয়া হয়,মাংস রান্না করি প্রতিদুদিন পরে আরে তবে সেটা বাচ্চাদের জন্য নিজের জন্য সবজি আমার প্রিয়,যদি হয় তা শীতকালীন সবজি তবে তো কথাই নেই। Asma Akter Tuli -
ফ্রোজেন মটরসুটি দিয়ে বোয়াল মাছ ভুনা
#Happyএই রান্নাটা আমার ছোট বোন এর বান্ধবি থেকে শেখা।এত মজা রান্না করে না খেলে বুঝতাম ই না। Asma Akter Tuli -
সহজ কাঁচ কলা ভর্তা
ভর্তা বাঙালীদের মধ্যে কার না ভালো লাগে । কাঁচ কলা ভর্তা শুধু মজারই নয় এতে অনেক উপকারিতাও রয়েছে #রান্না Farzana Mir -
বেগুনের কালিয়া
আমার করা বেশিরভাগ রান্নায় শিখেছি আমি আমার মার কাছ থেকে। সব সময় দেখতাম মা একেক সময় একেক ভাবে সবজিগুলো রান্না করার চেষ্টা করত। যাতে একটু সাধের পরিবর্তন করা যায়। আর রান্না টি ও আমার মায়ের কাছ থেকেই শেখা। আশা করি সবার ভালো লাগবে 💕 Nasrin Ara Chowdhury -
বেল এর শরবত
আমার প্রতিটা রান্না বা প্রতিটা কাজ আমার মায়ের থেকে শেখা ,,,বরতমান এ কিছু রেসিপি তে কিছু উপাদান জোগ করেছি আবার কিছু বাদ দিয়েছি কিন্তুু হাতেখরিতে যা শেখা সবগুলোই মায়ের থেকে দেখে,,,মাসাল্লাহ আমার মা সব কাজে পারফেক্ট আমি এখনও আমার মায়ের পুরুটা গুন অরজন করতে পারি নি। তারপর ও চেষ্টা করি বাকিটা আল্লাহ পাক ভাল জানেন। #ঝটপট Asma Akter Tuli -
পালং শাক ও.পুইশাক তরকারি
#Happy একদাথে দেখাব এই জন্যে যে পালং শাক ,পুইশাক ,লালশাক,কচি ডাটা শাক ,আলুপাতা এইগুলো একইভাবে রান্না করি। Asma Akter Tuli -
বাবার প্রিয় সবজি খিচুড়ি ❤
বাবা ❤ - বলতে গেলে এটা এখন মনে হলেই চোখ ছলছল করে। বাবা আমার অনেক অনেক এক্সট্রা অরডিনারি মানুষ ছিলেন। বাবা জানতেন না এমন কিছু হয়ত কখনো পাইনি। এত বই পড়তেন যে তার সামনে কিছু বলে বিপদে না পরি এই ভয়ে থাকতাম ☺বাবা যেমন গুনি ছিলেন তেমনি অতিরিক্ত সিম্পল ছিলেন। তার প্রিয় খাবার ছিল সবজি ... আর স্পেশাল দিনে পছন্দের খাবার ছিল সবজি খিচুড়ি। এটা দেখলেই তার ফেস একদম পাল্টে যেত। খুব খুশি হতেন। এর সাথে ডিম বা কিছু? কিচ্ছু না শুধু সবজি খিচুড়ি হলেই হত। খাবারের ব্যাপারেও প্রয়োজনের চেয়ে বেশি কোন কিছুই তার পছন্দ ছিল না। আমার বাবা। কাল বৃষ্টিরদিনে তার প্রিয় খাবার রান্না করে খেলাম সবাই। বাপ্পা ঝাল তেমন খেতেন না তাই এই রেসিপিও দিলাম কম ঝালের খিচুরি! Farzana Mir -
ডিম তেলানি
বাংলাদেশের উওরবঙের রংপুরের বিভাগের বিখ্যাত একটি রান্না হলো ডিম তেলানি। ভীষণ মজার খেতে এই ডিমের রান্না রংপুরের মানুষের খুব প্রিয় একটি খাবার।জীবনে প্রথম বার ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ,আসলেই ভীষণ ভালো লেগেছে।এতো মজার এই রান্না টি। এতো চটজলদি যে এতো অসাধারণ স্বাদের একটি রান্না করা যায়,যা মেহমানদের সামনেও পরিবেশন করা যায়,এই রকম একটি রান্নার রেসিপি আশাকরি সবার ভালো লাগবে।ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
আলুর দম
#ভোজখুব মজাদার একটি বাঙালি ডিস জা আমার বেশ পছন্দ।আমি এই ডিশটি প্রায়ই বাড়িতে রান্না করি যেহেতু এটি রান্নার প্রণালি ও অনেক সহজ। Syma Huq -
নরম খিচুরি (ব্রেকফাস্ট স্পেশাল)
এই খাবারটি আমার বাবার অনেক পছন্দ। প্রতি শুক্রবার নাস্তায় এই খাবারটি আমাদের ঘড়ে তৈরি করা হয়। আমার বিয়ের পর বাবা আমার বাসায় থাকতে আসে তখন বাবার জন্যই এই রেসিপিটি আমার মা এর থেকে শেখা।#happy Syma Huq -
ইলিশ মাছের ডিম ভুনা
আমি বরাবরই রান্না তেল খুব কম মসলা ব্যবহার করি।আর ইলিশ মাছ এরকম একটা মাছ ,যে মাছের নিজস্ব মে অসাধারণ ফ্লেভার আছে,তা বেশি মসলা যেনো নষ্ট করে না দেয়,সেদিকে খেয়াল রাখি সবসময়।ইলিশ মাছ এর ডিম ভুনা অতি জনপ্রিয় একটি রেসিপি,যা ঘরে ঘরে রান্নার প্রচলন আছে।এই রান্না টি আমার বাসায় সবার খুব পছন্দ।তাই খুব সহজ সরল ও খেতে ও অসাধারণ স্বাদের।এইরান্নায় খুব কম মসলা লাগে, কিন্তু মসলা ছাড়া ও যে একটি রান্না এতো অসাধারণ হয়,তা এই রান্না টা করলে বুঝা যায়। এই রেসিপি টি আজ সেয়ার করবো। Tasnuva lslam Tithi -
আলুর দম।
সকাল বেলা নাস্তায় রুটি বা পরটার সাথে খাওয়ার জন্য আলুর দম একটি চমৎকার আইটেম। একটু টক একটু ঝাল স্বাদ সকালের ভোজনকে করে তুলে পরিতৃপ্তিদায়ক! C Naseem A -
BAKED DESGINER SAMUSA!
সমুসার ডিজাইন সাধারণত ত্রিকোণাকৃতির হয়। আমি একটু নতুনত্ব আনার জন্য বিভিন্ন আকৃতিতে তৈরী করেছি ও এগুলো একটু ডিজাইন করে সাজানোর চেষ্টা করেছি। পুরের জন্য মাংস ব্যবহার না করে আমি মুরগীর গীলা কলিজা নিয়েছি। গীলা যেহেতু শক্ত তাই টুকরো করা গীলা প্রথমে সিদ্ধ করে তার পর কলিজা সিদ্ধ করেছি। আর আমি সমুসাগুলো তেলে না ভেজে ওভেনে বেক করেছি। নামটাও আমার নিজেরই দেওয়া! আমি সবসময় রান্নাতে বৈচিত্র্য আনতে পছন্দ করি, তাই এই প্রয়াস এবং এটা এই আইটেমে প্রথম প্রয়াস!#রান্না C Naseem A -
-
সিজলিং সবজি
#রান্না সবজি আমার অনেক প্রিয় ! যে কোন উপায়ে বা পদ্ধতিতে রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে! কিন্তু এবার কিছু ভিন্ন চেষ্টা করলাম যেটা সবজি যারা নাও ভালবাসে তারাও পছন্দ করবেন। Farzana Mir -
-
টক মিষ্টি ডিম
#egg মূল রেসিপিটি আমার মায়ের। ছোটবেলা থেকেই আমরা অনেক পছন্দ করতাম। আমি মূল রেসিপিটি একটু মডিফাই করে রান্না করি। Silvy Nowshin -
ডিম আলুর চপ
এটি আমাদের পারিবারিক একটি রেসিপিি। সেই ছোট্ট বেলা থেকে খেয়ে আসছি দারুন মজার ঝাল ঝাল ইয়াম্মি ডিম আলুর চপ। Taslima Kona -
মাছের ডিম ঝুরি ভাজা
এই রেসিপি আমার আব্বু শিখিয়েছেন, সব সময় এভাবেই খাওয়া হয়, মাছ খেতে ভালো লাগেনা কিন্তু যে কোন মাছের ডিম এভাবে ঝুরি করে খেতে খুব পছন্দ করি। Asia Khanom Bushra -
বেলেম্বুর রঙীলা টক মিষ্টি খাট্টা। Sweet n sour coloured soup with Belembu
আমার বাসায় বেলেম্বুর গাছ আছে। তিন চার মাস পর পর এত বেলেম্বু ধরে যে পাড়া প্রতিবেশীকে বিলিয়েও শেষ করতে পারিনা। তাই আচার, মাছ দিয়ে টক রান্নাছাড়াও নতুন কিছু করার চেষ্টা করি। আজকের রেসিপি আমার নিজস্ব রেসিপি। C Naseem A -
কারকন তরকারি
#Happyকারকন বিচির জন্য খেতে ভাল লাগে না কিন্তু রান্না আর গন্ধ টা খুব ভাল লাগে তাই.বিচি ফেলে দিয়ে ঝোল দিয়ে খেতে ভাল লাগে আবার কাঠাল এর বিচি দিয়েও সেই ভাল লাগে। Asma Akter Tuli -
More Recipes
মন্তব্যগুলি