ডিম আলুর তরকারি

Ummay Habiba
Ummay Habiba @habiba2125

আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে।

ডিম আলুর তরকারি

আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩৫ মিনিট
৫ জন
  1. ৩ টিআলু (বড়) - (লম্বা করে কাটা)
  2. ৫ টিডিম-
  3. ১ ১/২ চা চামচমরিচ (গুঁড়ো)-
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো -
  5. স্বাদমতোলবণ -
  6. ২ কাপপানি -
  7. ১ টিপেঁয়াজ (কুচি করে কাটা)
  8. ১ ১/২ টেবিল চামচতেল -
  9. অল্প পরিমাণধনেপাতা কুচি -
  10. ১ টিটমেটো (কুচি)

রান্নার নির্দেশ

৩৫ মিনিট
  1. 1

    একটি পাত্র চুলায় দিয়ে তাতে উল্লেখিত পরিমাণের ৩/৪ পরিমাণ তেল দিতে হবে।বাকি তেল ডিম ভাজার জন্য রেখে দিন। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিন।

  2. 2

    পেঁয়াজ হয়ে আসলে তাতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও হালকা পানি দিয়ে ভালোভাবে মসলা কসিয়ে নিন। **** টিপস্***** মসলার উপর তেল ভেসে উঠলে বুঝবেন মসলা কসে গেছে। *****

  3. 3

    মসলা কসে আসলে তাতে আলু দিয়ে দিন।

  4. 4

    আলুু হালকা কসে আসলে তাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

  5. 5

    এখন অন্য একটি পাত্রে ডিম সেদ্ধ হতে বসিয়ে দিন।
    ****টিপস্ *****ডিম সেদ্ধ হওয়ার সময় তাতে লবণ দিলে ডিমের খোসা সহজেই খুলে আসে****

  6. 6

    ডিম সেদ্ধ হয়ে আসলে খোসা খুলে নিন। এরপর তাতে অল্প হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিতে হবে।

  7. 7

    একটি গরম ফ্রাই প্যানে অবশিষ্ট তেল দিয়ে তাতে ডিমগুলো ছেড়ে দিতে হবে। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
    ***টিপস্**** ডিম তেলে দিলে ফুটতে থাকে তাই সাবধানতা অবলম্বন করতে হবে। চুলার আচ্ হাল্কা রাখা প্রয়োজনীয়।

  8. 8

    ভাজা ডিমগুলো ও টমেটো আলুর তরকারির মধ্যে দিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিন।

  9. 9

    আলু সেদ্ধ হয়ে আসলে তাতে অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Ummay Habiba
Ummay Habiba @habiba2125

Similar Recipes