পমফ্রেট মাছের কালিয়া (Pomfret maacher Kalia Recipe In Bengali)

Binita Garai
Binita Garai @cook_24689689
Vill+ Post - Mankar, Dist - Purba Bardhaman, Pin - 713144

#ebook2
#নববর্ষ রেসিপি
বাঙালীর প্রিয় খাদ্য হল মাছ আর ভাত। আর যদি হয় নববর্ষ তাহলে পাতে মাছ রাখতেই হবে অনেকেই মাংস খেতে পছন্দ করেন না কিন্তু মাছ প্রত্যেক বাঙালীর প্রিয়।

পমফ্রেট মাছের কালিয়া (Pomfret maacher Kalia Recipe In Bengali)

#ebook2
#নববর্ষ রেসিপি
বাঙালীর প্রিয় খাদ্য হল মাছ আর ভাত। আর যদি হয় নববর্ষ তাহলে পাতে মাছ রাখতেই হবে অনেকেই মাংস খেতে পছন্দ করেন না কিন্তু মাছ প্রত্যেক বাঙালীর প্রিয়।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪টে বড় আকারেরপমফ্রেট মাছ
  2. ২ টোমাঝারি আকারেরপেঁয়াজ কুচি
  3. ২চা চামচআদা রসুন বাটা
  4. ৫-৬ টাকাঁচা লঙ্কা
  5. ২ টেবিল চামচধনেপাতা কুচি
  6. ১ টা মাঝারি আকারেরটমেটো কুচি
  7. ১চা চামচহলুদ গুঁড়ো
  8. ১/২চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচগোটা জিরে
  10. ২ টোকাশ্মীরী শুকনো লঙ্কা
  11. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা - (এলাচ - ৪ টা, দারুচিনি - ১ টুকরো, লবঙ্গ - ৪ টা)
  12. স্বাদমতলবণ
  13. ৬ টেবিল চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ গুলো ছুরি দিয়ে ভালো করে কেটে নেবো যাতে মশলা ভিতর পর্যন্ত ঢোকে।

  2. 2

    তারপর আদা, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা, কাশ্মীরী গোটা লঙ্কা সব পেস্ট করে নেবো।

  3. 3

    মাছ গুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিয়ে একটু গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেবো।

  4. 4

    পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে টমেটো কুচি টা দিয়ে পরিমান মত নুন দিয়ে মশলার সাথে টমেটো কষিয়ে নিতে হবে ।

  5. 5

    টমেটো গোলে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দেবো ।

  6. 6

    জল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ৭-৮ মিনিটের জন্য।

  7. 7

    ৮ মিনিট পর ঢাকনা খুলে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করা যেতেই পারে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Binita Garai
Binita Garai @cook_24689689
Vill+ Post - Mankar, Dist - Purba Bardhaman, Pin - 713144
রান্না আমার শখ।
আরও পড়ুন

Similar Recipes