চিকেন বার্গার (Chicken burger recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#GA4
#week15
এবারের ধাঁধা থেকে আমি চিকেন বেছে নিয়েছি।

চিকেন বার্গার (Chicken burger recipe in Bengali)

#GA4
#week15
এবারের ধাঁধা থেকে আমি চিকেন বেছে নিয়েছি।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ৩ টি বার্গার বান
  2. ১ টি বড় সাইজের টমেটো স্লাইস
  3. ৩ টি লেটুসপাতা
  4. ১ টি বড় সাইজের পেঁয়াজ স্লাইস
  5. ৪ টেবিল চামচ মেয়নিজ
  6. ৩ টেবিল চামচ টমেটো সস
  7. ৩ টি চিজ স্লাইস
  8. চিকেন পেটি বানানোর জন্য:-
  9. ১ কাপ বোনলেস চিকেন
  10. ১ টি পেঁয়াজ
  11. ৪-৫ টি রসুন কোয়া
  12. ১ চা চামচ আদা কুচি
  13. স্বাদমতোনুন
  14. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  15. ১-২ টি কাঁচা লঙ্কা কুচি
  16. ২ পিস ব্রেড স্লাইস
  17. ১ টি চিজ কিউব গ্ৰেট করে নেয়া
  18. পরিমাণ মতো ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ

  1. 1

    একটি মিক্সিং জারে চিকেন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো,গ্ৰেটেড চিজ,ব্রেড স্লাইস একসাথে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    মিশ্রন থেকে ছোট বল করে প্যাটির আকারে গড়ে নিতে হবে।(বার্গার বানের সাইজের ওপর পেটির সাইজ নির্ভর করে)। এবার কড়াইতে তেল দিয়ে প্যাটি গুলো ভেজে নিতে হবে।

  3. 3

    একই তেলে পেঁয়াজ স্লাইস গুলো ভেজে নিতে হবে। এবার বান গুলোকে দুভাগে কেটে নিয়ে সামান্য সেঁকে নিতে হবে, এবার বানের নিচের ভাগটির ওপর মেয়োনিজ ও টমেটো সস লাগিয়ে নিতে হবে।

  4. 4

    এবার একে একে লেটুসপাতা তার ওপর প্যাটি, টমেটো স্লাইস, ভাজা পেঁয়াজ, চিজ স্লাইস দিয়ে, বানের ওপরের ভাগটিতে মেয়োনিজ লাগিয়ে এর ওপরে দিতে হবে, তৈরি হয়ে গেল চিকেন বার্গার।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes