জলখাবার(jalkhabar recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

জলখাবার(jalkhabar recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. ২০০গ্রামঘুগনির মটর
  2. ১টাআলু
  3. ১টা পেঁয়াজ
  4. ১/২চা চামচআদা রসুন বাটা
  5. ১ টাটমেটো
  6. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/৪ চা চামচলঙ্কা গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ১/২ চা চামচগোটা জিরে ফোঁড়নের জন্য
  10. ২ চা চামচসর্ষে তেল
  11. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে মোটর ৬/৭ঘণ্টা ভিজিয়ে রেখে তারপর প্রেসার কুকারে ২টো সিটি দিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে তেল গরম করে তাতে গোটা জিরে দিয়ে একে একে পিয়াঁজ কুচি দিয়ে একটু নেড়ে তাতে আলু টুকরো করে কেটে ওই পিয়াঁজ এর মধ্যে দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এবার তাতে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।তারপর টমেটো কুচি দিয়ে একটু নেড়ে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর সেদ্ধ করা মটর দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  5. 5

    এরপর ওপর থেকে একটু গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।আমি এখানে পরোটার সাথে পরিবেশন করেছি।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

Similar Recipes