আলুর চপ।

Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

আলুর চপ।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট।
৬ জনের জন্যে।
  1. ৫ টি-আলু।
  2. ১ কাপ-বেসন।
  3. ১ চা চামচ-চিলি ফ্লেক্স।
  4. স্বাদমতো- লবণ।
  5. (পরিমাণ মতো)ভাজার জন্যে-সয়াবিন তেল
  6. 1/2 চা চামচ-আদা ও রসুনবাটা।
  7. ১ চা চামচ-ভাজা জিরা গুড়া।।
  8. 1/2 চা চামচ-ধনেগুড়া।
  9. 1/2 চা চামচ-গোলমরিচ গুড়া।
  10. 1/2 চা চামচ-পুদিনা পাতা কুচি।
  11. 1/2 চা চামচ-মরিচগুড়া।
  12. 1/2 চা চামচ-হলুদগুড়া।
  13. আদা চা চামচ-বেকিং পাউডার।
  14. ১ টেবিল চামচ-পেয়াজ বেরেস্তা।
  15. ১ চা চামচ-কাচামরিচ কুচি।

রান্নার নির্দেশ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছড়িয়ে নিতে হবে।এরপর ভালো করে চটকে নিতে হবে।

  2. 2

    একটি পাত্রে বেসন নিয়ে এতে পরিমাণ মতো পানি,হলুদগুড়া, মরিচগুড়া, স্বাদমতো লবণ,আদা ও রসুনবাটা এবং বেকিং পাউডার দিয়ে নেড়ে ব‍্যাটার তৈরি করে নিতে হবে।ব‍্যাটারটি বেশি ঘন বা তরল হবে না।মধ‍্যম ধরনের হবে।

  3. 3

    এরপর চটকে নেয়া আলুর সঙ্গে চিলিফ্লেক্স,পেয়াজ বেরেস্তা,পুদিনা পাতা কুচি,স্বাদমতো লবণ,গোলমরিচ গুড়া,কাচামরিচ কুচি,ভাজা জিরা গুড়া,ভাজা ধনে গুড়া ভালো করে মেখে নিতে হবে।

  4. 4

    এরপর মাখানো আলু আটটি ভাগে ভাগ করে পছন্দ মতো শেপ তৈরী করে নিতে হবে।আমি গোলকৃতির তৈরী করেছি।

  5. 5

    ফ্রাইপেনে তেল দিয়ে চপগুলো বেসনের ব‍্যাটারে ডুবিয়ে তেলে দিতে হবে এরপর দুপাশ বাদামি করে ভেজে তুলতে।ব‍্যাস মজাদার আলুর চপ তৈরী।ধন্যবাদ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

মন্তব্যগুলি

Similar Recipes