ইফতারে বুন্দিয়া

Alyea Fardous
Alyea Fardous @alyeafardous
প্যারিস

#bdfood
রমজান আসলে ছোট বেলার সেই দীনের কথা মনে পরে যায়।ইফতারের আয়োজনের সাথে বুন্দিয়া থাকতেই হবে।মুরি মাখা বা পরোটার সাথে খেতে ভীষন ভালো লাগে।
আমি সংক্ষেপে রিসিপিটি আপনাদের জন্য তৈরি করে দেখিয়েছি।আশা করি আপনাদের ভালোলাগবে। ধন্যবাদ সবাইকে।

ইফতারে বুন্দিয়া

#bdfood
রমজান আসলে ছোট বেলার সেই দীনের কথা মনে পরে যায়।ইফতারের আয়োজনের সাথে বুন্দিয়া থাকতেই হবে।মুরি মাখা বা পরোটার সাথে খেতে ভীষন ভালো লাগে।
আমি সংক্ষেপে রিসিপিটি আপনাদের জন্য তৈরি করে দেখিয়েছি।আশা করি আপনাদের ভালোলাগবে। ধন্যবাদ সবাইকে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ঘন্টা।
২জন
  1. ২কাপবেসন
  2. স্বাদমতলবন
  3. পনে দুই কাপপানি
  4. দুই টেবিল চামচ তেল -গোলার জন্য।
  5. দুই ফোটাফুড কালার-যে কন রং এর।
  6. তেল-ভাজার জন্য।
  7. সিরাপ জন্য:
  8. ১কাপপানি
  9. ২কাপচিনি
  10. ২টেবিল চামচঘি
  11. এক টেবিল চামচলেবুর রস

রান্নার নির্দেশ

১ঘন্টা।
  1. 1

    এই ব্যাটার কে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এই ব্যাটার থেকে কিছু ব্যাটার নিয়ে আপনার পছন্দ মত কালার মিশিয়ে নিতে পারেন।

  2. 2

    একটি বাটিতে বেসন নিয়ে নিতে হবে। তারপর বেসনের সাথে স্বাদমত লবন, বেকিং সোডা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরী করে নিতে হবে।

  3. 3

    এখন কড়াইতে পর্যাপ্ত পরিমানে তেল দিয়ে দিতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে তেল উপর রেখে ব্যাটার দিয়ে দিতে হবে। ব্যাটার দেওয়ার পর দেখা যাবে এগুলো আস্তে আস্তে তেলের উপর বেসে আসছে। এখন এই বুন্দিয়া গুলো হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এমন সবগুলো ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরী করে নিতে হবে।

  4. 4

    সিরার তৈরী : একটি ছড়ানো পাত্রে চিনি ও পানি নিয়ে জ্বাল করতে হবে।

  5. 5

    এক টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে সিরা টা ১০,১৫ মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে।

  6. 6

    বুন্দিয়া গুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু নেড়ে ৫মিনিট চুলার মধ্যে রান্চুনা করতে হবে। চুলা বন্ধ করে দিতে হবে। এর মাঝে ২ টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  7. 7

    এখন এই বুন্দিয়া খাওয়ার জন্য তৈরী। এই বুন্দিয়া গুলো একটি বক্সে করে নরমাল ফ্রিজে রেখে পুরো রোজার মাস খেতে পারেন।একদম হোটেলের মত স্বাদ পাবেন ঘি দেবার জন্য।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Alyea Fardous
Alyea Fardous @alyeafardous
প্যারিস

মন্তব্যগুলি

Similar Recipes