আলুর পাকোড়া

Nasrin Ara Chowdhury
Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin

স্ন্যাক্স রেসিপি

আলুর পাকোড়া

স্ন্যাক্স রেসিপি

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১৫---২০ মিনিট
৫জন
  1. ২টা মিডিয়াম সাইজের আলি
  2. ২ টেবিল চামচ চালের গুঁড়া
  3. ৪ টেবিল চামচ ময়দা অথবা আটা
  4. ১টা বড় সাইজের পেঁয়াজ কুচি
  5. ৪/৫টা কাঁচামরিচ কুচি
  6. ১ চা চামচ শুকনা মরিচ গুড়া
  7. 1/2 চা চামচহলুদ গুড়া
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ টা ডিম
  10. পরিমাণ মতলবণ
  11. ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ

১৫---২০ মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলোকে ছিলে ভালো করে ধুয়ে গ্রেড করে নিতে হবে । তারপর সবগুলো উপকরণ দিয়ে আলু গুলো মেখে নিতে হবে। মাখার সময় ডোটা শক্ত হলে অল্প একটু পানি দিয়ে মেখে নিতে হবে । ডোটা বেশি নরম হবে না আবার শক্ত হবে না ।

  2. 2

    একটা কড়াইতে তেল গরম করে পাকোড়া গুলো একে একে ভেজে তুলে নিতে হবে। চুলার জ্বালটা মিডিয়াম এর থেকে একটু কম করে ভাজতে হবে।

  3. 3

    পাকোড়াগুলো বাদামি করে ভেজে তুলে নিয়ে সসের সাথে গরম গরম পরিবেশন করুন আলু পাকোড়া ।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Nasrin Ara Chowdhury
Nasrin Ara Chowdhury @recipes_by_nasrin

মন্তব্যগুলি

Similar Recipes