পটল চিংড়ি মালাইকারি

mahbuba kusum
mahbuba kusum @mahbubakusum

পটল চিংড়ি মালাইকারি

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৩০ মিনিট
৬ জন
  1. ১ কেজি চিংড়ি মাছ
  2. ৫০০ গ্রামপটল
  3. ২ কাপ নারকেলের দুধ
  4. ৪-৫ টি পিয়াজ কুচি
  5. ১ টেবিল চামচ আদাবাটা
  6. ১ টেবিল চামচ রসুন বাটা
  7. ১ টেবিল চামচ জিরা বাটা
  8. ১ টেবিল চামচ মরিচ গুঁড়া
  9. ৫-৬ টি কাঁচা মরিচ
  10. ১০০ গ্রাম টকদই
  11. ১ চা চামচ চিনি
  12. ২ টেবিল চামচ ঘি
  13. লবণ স্বাদ অনুযায়ী
  14. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  15. তেল

রান্নার নির্দেশ

৩০ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ পরিষ্কার করে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে তেল এ হালকা ভেজে নিতে হবে।

  2. 2

    পটল এর খোসা ছড়িয়ে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে তেল এ হালকা ভেজে নিতে হবে।

  3. 3

    একই প্যান এ তেল দিয়ে পিয়াজ হালকা ভেজে নিয়ে এতে আদাবাটা, রসুনবাটা, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মশলা কষানো হলে টকদই দিয়ে আর একটু কষিয়ে নিয়ে অর্ধেক টা নারিকেলের দুধ দিয়ে দিতে হবে। এবং বলক উঠলে ভেজে রাখা চিংড়ি ও পটল গুলো দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর বাকি নারিকেল এর দুধ দিয়ে তাতে কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিতে হবে গ্রেভি শুকিয়ে তেল উপরে উঠা পর্যন্ত। এরপর ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
mahbuba kusum
mahbuba kusum @mahbubakusum

Similar Recipes