মোতি পোলাও (moti pulao recipe in Bengali)

Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

#VS3
সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পোলাও রেসিপি যা আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে।

মোতি পোলাও (moti pulao recipe in Bengali)

#VS3
সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পোলাও রেসিপি যা আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪৫ মিনিট
৩ জন
  1. ২৫০ গ্রাম বাসমতী চাল
  2. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  3. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  4. ২ টি এলাচ
  5. ২ টি লবঙ্গ
  6. ১ টুকরো দারুচিনি
  7. ২ টি তেজপাতা
  8. ২ টেবিল চামচ ঘি
  9. ২ টেবিল চামচ সাদা তেল
  10. স্বাদ অনুযায়ীলবণ
  11. ২ টেবিল চামচ চিনি
  12. প্রয়োজন অনুযায়ী বেরেস্তা
  13. ২০০ গ্রাম চিকেন কিমা
  14. ১/২ টেবিল চামচ আদা রসুন কুচি
  15. ১/২ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি
  16. ১ টি পেঁয়াজ কুচি
  17. ১/২ টেবিল চামচ পাতিলেবুর রস
  18. স্বাদ অনুযায়ীলবণ
  19. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  20. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  21. ২ টেবিল চামচ বেসন
  22. পরিমাণ মত তেল

রান্নার নির্দেশ

৪৫ মিনিট
  1. 1

    চিকেন কিমা, পেঁয়াজ কুচি,আদা রসুন কুচি,কাঁচা লঙ্কা কুচি,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,লবণ,পাতিলেবুর রস,বেসন সবকিছু ভালো করে মিশিয়ে নিন।মেশানোর সময় ২টেবিল চামচ তেলও দিয়ে দিন।

  2. 2

    এবার ওই মিশ্রণ থেকে ছোটো ছোটো বল বানিয়ে বল গুলো লালচে করে ভেজে তুলে নিন।

  3. 3

    কড়াইতে তেল আর ঘি গরম করে তেজপাতা,গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা হলে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতী চাল দিন।২-৩ মিনিট ভেজে ৫০০মি.লি. জল ঢেলে দিন।স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।

  4. 4

    চাল ৮০% সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে চিনি,চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিকেন বল গুলো দিয়ে হাল্কা হাতে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখুন যতক্ষণ না চাল সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে।

  5. 5

    পরিবেশন করার আগে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিন।আমিষ বা নিরামিষ যেকোনো সাইড ডিশের সঙ্গেই এটি অসাধারণ লাগে।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subhasree Santra
Subhasree Santra @cook22091994
Dankuni, Hooghly, West Bengal

Similar Recipes