আলুর মসলা চপ

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

আলুর মসলা চপ

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 5-6 টিআলু
  2. 3 টাপেয়াজ কুচি
  3. 3 টিডিম
  4. তেল
  5. 1/2 চা চামচআদারসুন বাটা
  6. 1/2 চা চামচমরিচ,ধনে,জিরা গুরা
  7. লবন
  8. 2 চামচধনেপাতা কুচি
  9. 1 চা চামচশুকনো মরিচ গুরা / 1 চা চামচ কাচা মরিচ কুচি

রান্নার নির্দেশ

  1. 1

    প্রথমে আলু সিদ্ধ করে ভাল করে কচলিয়ে নিয়ে আদা রসুন,ধনে,জিরা,মরিচ,ধনেপাতা.পেয়াজ লবন দিয়ে মেখে নেই

  2. 2

    করাইয়ে তেল দিয়ে 2 টা ডিম লবন দিয়ে ঝুরি করে ভেজে নেই

  3. 3

    আলুর সাথে ভিম ভাল করে মেখে নেই বা
    আলুর ভিতর ডিম ডুকিয়ে নিয়ে

  4. 4

    চপ এর আকারে করে ডিস এ রেখে দেই

  5. 5

    1টি ডিম ফেটিয়ে নেই

  6. 6

    তেল গরম করে চপ একটা একটা করে ডিম ভিজিয়ে তেল এ ছেরে দিয়ে দুইপাস উল্টিয়ে বাদামি করে ভেজে নেই,,,ভাজার সময় চুলার আচ মিডিয়ামে রাখতে হবে।

  7. 7

    গরম গরম টমেটো সস সালাদ দিয়ে পরিবাশন করুন।

  8. 8

    বি:দ্র:চপ বানিয়ে ডিম এ ভিজিয়ে টোস্ট বা ব্রেডগ্রাম এ মুরিয়ে ফ্রিজ এ রেখে ভাজা যায়,,,এই গরমে সমস্যা তাই টোস্ট এ দেই নাইআমি।আপনারা ইচ্ছে করলে করতে পারেন।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

মন্তব্যগুলি

Similar Recipes