দেশীয় স্বাদে পুঁটি মাছের চর্চোরী

Dh Rubel
Dh Rubel @Rubel34074
Dhaka uttara

আমার নিজের হাতের তৈরি গাজর,আলু, টমেটো ও পুঁটি মাছের চর্চোরী। এটা স্পেশাল আমার নিজের জন্য ও পরিবারের জন্য রান্না করলাম।

দেশীয় স্বাদে পুঁটি মাছের চর্চোরী

আমার নিজের হাতের তৈরি গাজর,আলু, টমেটো ও পুঁটি মাছের চর্চোরী। এটা স্পেশাল আমার নিজের জন্য ও পরিবারের জন্য রান্না করলাম।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

৪০ মিনিট
৬ জন
  1. গ্রামপুঁটি মাছ ২৫০
  2. গ্রামগাজর ২০০
  3. পিসআলু ৩
  4. পিসকাঁচামরিচ ৬
  5. পিসপেঁয়াজ কুচি ৪
  6. পিসটমেটো
  7. রসুন বড় ২ কোয়া
  8. ৪ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি
  9. লবণ পরিমাণমতো
  10. হলুদ গুঁড়া পরিমাণমতো
  11. 1/2 কাপসয়াবিন তেল
  12. চিমটিজিরা গুড়া
  13. ধনিয়া গুড়া হাফ টেবিল চামচ
  14. পানি পরিমাণমতো

রান্নার নির্দেশ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটা করাইয়ের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল ঢেলে নি তারপর পেয়াজ কুঁচি,কাঁচামরিচ কুঁচি, রসুন কুঁচি ঢেলে দেই। এরপর অল্প আঁচে পেঁয়াজ কুঁচি লালচে হওয়া পর্যন্ত নাড়তে থাকি।

  2. 2

    একটি করাইয়ের মধ্যে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে পুঁটি মাছ গুলো ভেজে নেই।

  3. 3

    পেঁয়াজ কুঁচি কালার আসার পর সব ধরনের মসলার গুঁড়া ঢেলে দিয়ে আলু, গাজর কষিয়ে নিই। কষানো হয়ে গেলে তারপর পরিমাণমতো পানি এবং টমেটো দিয়ে অল্প আছে রেখে দিই ৩০ মিনিট পর্যন্ত। কষানো হয়ে যাবার পর পুঁটি মাছ ফ্রাই করে ঢেলে দেই তারপর ১০ মিনিট পর্যন্ত রেখে দিই। রান্না হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা কুঁচি দিয়ে পরিবেশন করে নেই।

  4. 4

    এখন হয়ে গেল আমার নিজের হাতে রান্না করা পুঁটি মাছ, আলু, গাজর এর চর্চোরী খুবই মজাদার রান্না। আশা করি আমার রান্নাটা আপনারা সবাই বাসায় ট্রাই করে খেয়ে ভালো লাগলে আমাকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলবেন না। ‌

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dh Rubel
Dh Rubel @Rubel34074
Dhaka uttara

মন্তব্যগুলি

Similar Recipes