Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

প্রিপারেশন ১-১.৫ ঘন্টা, ফ্রাই :৫-৬ মিনিটস
৪ জনের জন্য
  1. ১ কাপমসুর ডাল
  2. ১ টেবিল চাচচচালের গুঁড়া
  3. ১ চা চামচকর্ন ফ্লাওয়ার
  4. ১.৫ চা চামচআদা বাটা
  5. ১ চা চামচরসুন বাটা
  6. ১/২ চা চামচহলুদ গুঁড়া
  7. ১/২ চা চামচমরিচ গুঁড়া
  8. ১ চা চামচজিরা গুঁড়া
  9. ১ কাপপেঁয়াজ কুচি
  10. ১ টেবিল চামচকাঁচামরিচ কুচি
  11. ১/২ কাপধনেপাতা

রান্নার নির্দেশ

প্রিপারেশন ১-১.৫ ঘন্টা, ফ্রাই :৫-৬ মিনিটস
  1. 1

    ডাল ভালোকরে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম ১ ঘন্টা।

  2. 2

    এরপর পানি ছেঁকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড এমনভাবে করতে হবে যেন, পুরোপুরি মিহি না হয়, একটু দানা দানা থাকে। ব্লেন্ড করার সময় প্রয়োজনে ১ বা ১/২ চা চামচ পানি দেয়া যেতে পারে।

  3. 3

    এরপর একটা মিক্সিং বাটিতে একে একে সব উপকরন ও ডাল নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশাতে হবে এবং মিশানোর পর ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  4. 4

    এরপর ফ্রাইংপান তেল ভালোভাবে গরম করতে হবে এবং তেল গরম হলে মাঝারী আঁচে পেঁয়াজুগুলি ভাজতে হবে, যাতে উপরটা পুড়ে না যায় এবং ভিতরটা কাঁচা না থাকে।
    তৈরী হয়ে গেলো মুচমুচে পেঁয়াজু. আমি ছবিতে একজনের জন্য পরিবেশন করেছি

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Fahima Lipi
Fahima Lipi @cook_27171137
যুক্তরাজ্য
পেশায় আমি একজন একাউন্টেন্ট, অবসরে ছবি তুলি , টুকটাক লিখি, কবিতা আবৃত্তি করতে ভালোবাসি
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Amena Anar
Amena Anar @Amena_27228745
দারুন সুন্দর ও লোভনীয় হয়েছে।

Similar Recipes