আলু- ফুলকপির ডালনা (aloo foolkopir dalna recipe in Bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

#GA4
#Week24
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি ফুলকপি শব্দ টি বেছে নিয়েছি। বাঙালির দৈনন্দিন জীবনে রোজকার রেসিপি এটি।

আলু- ফুলকপির ডালনা (aloo foolkopir dalna recipe in Bengali)

#GA4
#Week24
এ সপ্তাহের ধাঁধা থেকে আমি ফুলকপি শব্দ টি বেছে নিয়েছি। বাঙালির দৈনন্দিন জীবনে রোজকার রেসিপি এটি।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা
৬ জন
  1. ১ টা ছোটো ফুলকপি
  2. ১ টা বড়ো আলু
  3. ১ টা মাঝারি পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১ টা মাঝারি টমেটো কুচি
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১চা চামচ কাশ্মীরী লাল লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১ চা চামচ গোটা জিরে
  13. ২ টো তেজপাতা
  14. ২ টো কাঁচা লঙ্কা
  15. ৩টি লবঙ্গ
  16. ৪ টে ছোট এলাচ
  17. ১ টা দারচিনির ছোট টুকরো
  18. স্বাদমতোলবণ
  19. ৩ টেবিল চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ

১ ঘন্টা
  1. 1

    আলু, ফুলকপি বড়ো বড়ো টুকরোয় কেটে নিতে হবে। ফুলকপি ফুটন্ত জলে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াতে সরষের তেল গরম করে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে।

  3. 3

    পেঁয়াজ কুচি, আদা- রসুনবাটা,
    কাঁচালংকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাপানো ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    সব গুঁড়ো মশলা, টমেটো কুচি দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে।

  5. 5

    আলু সেদ্ধ হয়ে গেলে, অল্প গ্রেভি রেখে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। রাজমা চাউল বা গরম ভাতে দারুণ লাগে।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes