গোলবাড়ি কষা মাংস (Gol barir kosha mangsho recipe in Bengali)

Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

গোলবাড়ি কষা মাংস (Gol barir kosha mangsho recipe in Bengali)

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

১ ঘন্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ২ টো পেঁয়াজকুচি
  3. ২ চা চামচ আদা রসুন বাটা
  4. ১ টি টমেটো কুচি
  5. ১ চা চামচ জিরা গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ৩ টেবিল চামচ সরিষার তেল
  8. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  9. স্বাদমতোলবণ
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  12. ১ চা চামচ চা পাতা
  13. ১/২ চা চামচ সাদা জিরে
  14. ৭-৮ টি গোটা গরম মসলা
  15. ১ টি তেজপাতা
  16. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ

১ ঘন্টা
  1. 1

    মাংস টি প্রথমে ভাল করে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা ধোনের গুঁড়ো লঙ্কাগুঁড়ো লবণ ভালো করে মেখে আধাঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে তেজপাতা গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে।তারপর ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো।

  3. 3

    দশ মিনিট পর ঢাকা সরিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর অল্প আঁচ বারিয়ে কষিয়ে নেব চিকেন গুলোকে।

  4. 4

    এবার অন্য একটি চা পাত্রে ৩ কাপ জলের মধ্যে ১ চামচ চা পাতা ভালো করে ফুটিয়ে নেব তারপর ছাঁকনির মাধ্যমে জলটা ছেকে নেব। এবার ওই জলটা কষা চিকেনের মধ্যে ঢেলে দেবো। সাধারণ জলের পরিবর্তে এই চা ছাকার জল ঢেলে দিলে রংটা একটু কালো হবে কিন্তু খেতে খুব সাধ হয়।

  5. 5

    এবার চিকেন টা একটু সময় নিয়ে ফুটতে দেব। আঁচ কমিয়ে দিয়ে ১/২ চা চামচ গরম মশলা ছড়িয়ে দেব আর ভাল করে নাড়িয়ে চাড়িয়ে নেব।এবার নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গোলবাড়ির কষা মাংস।

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

Similar Recipes