ঠাকুরবাড়ির ছানার ডালনা (Thakurbarir chanar dalna recipe in Bengali)

Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata

#ফেব্রুয়ারি৩

ঠাকুর বাড়ির ছানার ডালনা খুবই জনপ্রিয় একটি নিরামিষ রান্না এটি গরম ভাত দিয়ে খেতে খুব ই ভালো লাগে।

ঠাকুরবাড়ির ছানার ডালনা (Thakurbarir chanar dalna recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩

ঠাকুর বাড়ির ছানার ডালনা খুবই জনপ্রিয় একটি নিরামিষ রান্না এটি গরম ভাত দিয়ে খেতে খুব ই ভালো লাগে।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

25 মিনিট
4 জন
  1. 250 গ্রামছানা
  2. 2টেবিল চামচ ময়দা
  3. 3 টেমাঝারি আলু
  4. 2 টিগোটা শুকনো লঙ্কা
  5. 2 টিতেজপাতা
  6. 1 ইঞ্চিআদা
  7. 6 টাকাঁচা লঙ্কা
  8. 1/2 ইঞ্চিগোটা কাঁচা হলুদ
  9. 1 ইঞ্চিদারুচিনি
  10. 2 টিএলাচ
  11. 4 টেলবঙ্গ
  12. 1 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  13. 1 চা চামচধনে গুঁড়ো
  14. 1 চা চামচজিরে গুঁড়ো
  15. 1 চা চামচচিনি
  16. 3টেবিল চামচ ঘি
  17. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ

25 মিনিট
  1. 1

    প্রথমে দুধ ফুটিয়ে পাতি লেবুর রস দিয়ে ছানা কেটে জল ঝরিয়ে নিতে হবে

  2. 2

    এরপর ওই ছানায় ময়দা,নুন,চিনি দিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ভালো করে মেখে নিজের মনের মতো আকারে বানিয়ে নিতে হবে

  3. 3

    কড়াইতে ঘি গরম করে আবার ছানার বল গুলো হালকা করে দুপিঠ ভেজে নিতে হবে

  4. 4

    ভাজা হলে ছানা গুলো তুলে আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে

  5. 5

    আবার আদা,কাঁচা হলুদ ও 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে

  6. 6

    একটা ছোট বাটিতে সব গুঁড়ো মশলা ও বাটা মশলা একসাথে নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে

  7. 7

    কড়াইতে তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওতে মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  8. 8

    মশলা কষে তেল ভেসে উঠলে ভাজা আলু দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে

  9. 9

    কিছুক্ষণ পর ঢাকা খুলে ছানার বল ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে আরো কিছু সময় ঢেকে রাখতে হবে

  10. 10

    এরপর ঢাকা খুলে গরম মসলা বাটা, ঘি ছড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে

Edit recipe
See report
শেয়ার
Cook Today
Srabani Roy
Srabani Roy @srabani1829
Kolkata
I am a part time home chef. I thought for cooking the secret ingredients is always Love
আরও পড়ুন

Similar Recipes