লুচি আর স্পেশাল মিষ্টির দোকানের আলুর তরকারি ( luchi r mishti dokaner aloor torkari recipe in Bengali

লুচি আর স্পেশাল মিষ্টির দোকানের আলুর তরকারি ( luchi r mishti dokaner aloor torkari recipe in Bengali
রান্নার নির্দেশ
- 1
লুচি বানানোর জন্য প্রথমে একটি বাটির মধ্যে ময়দা নিয়ে নিতে হবে এবং ময়ান দেওয়ার জন্য তেল দিয়ে দিতে হবে সঙ্গে ১ চিমটি লবণ। খুব ভালো ভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে যতক্ষন না ময়দা মুঠো ভরে হাতের মধ্যে চলে আসছে। যখন মুঠো ভরে ময়দা হাতে চলে আসবে তখন বুঝতে হবে যে ময়ান ভালো ভাবে দেওয়া হয়ে গেছে। তারপর পরিমান মতন জল দিয়ে ময়দা ভালো ভাবে মেখে নিতে হবে।
- 2
ময়দা ভালো ভাবে মাখা হয়ে গেলে ৩০ মিনিট ঢেকে রেখে দিতে হবে। তারপর ময়দার থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবং গোল করে বেলে নিতে হবে সামান্য লেচির মধ্যে তেল মাখিয়ে। তারপর কড়াইতে লুচি ভাজার জন্য তেল গরম করে নিতে হবে, এরপর মাঝারি আঁচে সব লুচি গুলো ভেজে নিতে হবে।
- 3
মিষ্টির দোকানের আলুর তরকারি বানানোর জন্য আলু গুলো খোসা শুদ্ধ নিতে হবে, মিষ্টির দোকানে আলু খোসা শুদ্ধ নেওয়া হয়। আলু গুলো ৩০ মিনিটের জন্য আগে জলে ভিজিয়ে রাখতে হবে তারপর ডুমো করে খোসা শুদ্ধ কেটে নিয়ে আরো দুবার ধুয়ে নিলেই আলুর সব নোংরা বেরিয়ে যাবে।
- 4
ভাজা মশলা বানানোর জন্য সব মশলা গুলো শুকনো খোলায় ১-২ মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা করে একটি মিক্সার জারে গুঁড়ো করে নিয়ে রেখে দিতে হবে।
২ চামচ চিনি আর সামান্য জল দিয়ে একটি চিনির শিরা বানিয়ে রাখতে হবে (মিষ্টির দোকানে মিষ্টির শিরা দেওয়া হয়, যদি সেটা আপনার কাছে না থাকে তখন এভাবে শিরা বানিয়ে নিতে পারেন)। - 5
কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর সেটি গরম হলে শুকনো লঙ্কা, মৌরি, কালো জিরে ফোড়ন দিতে হবে। এরপর আলু দিয়ে দিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। তারপর আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে ও ১ মিনিট একটু কষিয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়ো, লবণ, ভাজা মশলা দিয়ে দিতে হবে ও সামান্য জল দিয়ে সব মশলা গুলো কষিয়ে নিতে হবে। তারপর আবারও পরিমান মতন জল দিতে হবে সঙ্গে চিনির শিরা সঙ্গে সেদ্ধ মটর গুলো দিতে হবে।
- 6
৭-৮ মিনিট জলটা ফুটিয়ে নিতে হবে, তারপর যখন জল একটু শুকিয়ে এসে ঝোল থক-থকে হয়ে আসবে তখন তরকারি তৈরি হয়ে যাবে। এরপর গরম গরম লুচি ও আলুর তরকারি পরিবেশন করবেন।
Similar Recipes
-
-
সিম্পল ঝটপট স্পেশাল ফিস ফ্রাই
ঝটপট কিন্তু মজাদার একটু ভিন্ন রকম আস্ত মাছ ভাজার রেসিপি। যেটি গরম ভাতের সাথে অসাধারন লাগবে। Silvy Nowshin -
-
-
-
-
-
-
ফ্রাইড চিকেন
A recipe that I got from a friend and since then this has become one of my most favorite chicken recipes! I always cook it whenever I have guests at my place or whenever I cook fried rice with my family.#রান্না Syma Huq -
-
-
ক্রিসমাস স্পেশাল চকোলেট ফ্রুটকেক
#holiday২৫ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমার আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লেইন ফ্রুটকেক। বিভিন্ন ড্রাইফ্রুট দিয়ে চকোলেট প্লেইন কেক তৈরি করেছি, আশাকরি সবার ভালো লাগবে। Tasnuva lslam Tithi -
আলুর দম
#ভোজখুব মজাদার একটি বাঙালি ডিস জা আমার বেশ পছন্দ।আমি এই ডিশটি প্রায়ই বাড়িতে রান্না করি যেহেতু এটি রান্নার প্রণালি ও অনেক সহজ। Syma Huq -
সুপার হেলদি আর ইয়ামি সিদ্ধ ছোলার চাট
রোজা শেষ কিন্তু তাই বলে কি ছোলা খাওয়া শেষ হয়ে যাবে?? মোটেই না!! 😊আমার অনেক অনেক পছন্দের একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি সবার ভাল লাগবে।🧡 Syma Huq -
ক্রিস্পি প্লেইন ইনস্ট্যান্ট ধোসা
ক্রিসপি প্লেইন ধোসা রেসিপি যা ভারতের পাশাপাশি ভারতের বাইরে একটিজনপ্রিয় ব্রেকফাস্ট বা নাস্তা। এটি বিভিন্ন ধরণের চাটনি যেমন নারকেল চাটনি, টমেটো চাটনি,কারী পাতা বা মুংফুলির চাটনি এবং সাম্ভার দিয়ে পরিবেশন করা হয় 🧡Cookpad Bangladesh🧡 -
-
-
-
-
-
-
-
-
-
মাখানো শুটকি -বেগুন তরকারি
আমার রান্না মূলত আমার মা থেকে শেখা। মায়ের রান্না কার না পছন্দের হয়। আমার বাবা আমার মায়ের রান্নার এতো ভক্ত ছিলেন আমাদের ও উৎসাহ দিতেন তা শেখার জন্য। দিনশেষে মায়ের মতো না পারলেও চেষ্টা করি ওভাবে রান্না করতে। Ummay Habiba -
-
-
-
জলপাই তেঁতুলের যুগলবন্দি টক মিষ্টি আচার
জলপাই আমার খুব ই প্রিয়,আর এই জলপাই দিয়ে যেকোন আচার ই আমার অসাধারণ লাগে।আমার আম্মু একটা আচার বানায়,পাকা জলপাই এর সাথে তেতুল মিশিয়ে মিষ্টি আচার। এতো মজা হয়।এবার বাসায় এসে গতো বছরের এই পাকা জলপাই এর মিষ্টি আচার ই খাচ্ছি।অল্প একটু ই অবশিষ্ট ছিলো ,তা দিয়ে ফটো তুললাম।আশাকরি সবাই এই ভিন্ন স্বাদের জলপাই এর আচার টা ট্রাই করবেন।এই পাকা জলপাই টা জলপাই এর পিছনের শেষের দিকে বেড় হয়,আর এটা হাত দিয়ে চটকালেই ম্যাশ করে নেয়া যায়।কারণ এতোটাই নরম থাকে।তাছাড়া নরম না হলে ফ্রিজে ৪/৫ দিন রেখে দিলেও এই পাকা জলপাই খুব সহজেই নরম হয়ে যাবে।ধন্যবাদ। Tasnuva lslam Tithi -
আলুর খোসার বড়া
আলুর খোসা আমরা সব সময় ফেলে দেই । কিন্তু আলুগুলি কে ভালো করে ধুয়ে শুধু সেই খোসা দিয়ে বড়া বানিয়ে মজার নাস্তা হয়ে যায় । Farzana Mir
More Recipes
মন্তব্যগুলি